ফিলিস্তিনের
গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে সাময়িক যে বিরতি চলছে তার মেয়াদ শেষ
হচ্ছে সোমবার। যুদ্ধবিরতি চলতে থাকবে, নাকি আবারও দু পক্ষ যুদ্ধে জড়াবে তা নিয়ে এখনও
সিদ্ধান্ত হয়নি।
তবে এ যুদ্ধবিরতির
মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছে যুদ্ধরত দু পক্ষই। একই মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
জো বাইডেন। যুক্তরাষ্ট্রে
এক সংবাদ সম্মেলনে বাইডেন এ মত দেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গত শুক্রবার
গাজায় চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ইসরায়েলর ১১৭ ফিলিস্তিনি নাগরিককে এবং
গাজায় কয়েক দফায় ৫৭ জনকে মুক্তি দেয়। এর মধ্যে আমেরিকার নাগরিকও রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম
এক্স-এ বাইডেন লিখেছেন, গাজায় সাময়িক যে যুদ্ধবিরতি সোমবার শেষ হচ্ছে, এর মেয়াদ বাড়ানোই
আমাদের লক্ষ্য। আমরা যেন আরও জিম্মিকে মুক্ত করা এবং সেখানে মানবিক সহায়তা পাঠানো পারি।
এ ছাড়া ইসরায়েল
ও হামাসের পক্ষেও যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া এসেছে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য
দেয়নি কেউই।
আরও পড়ুন>> গুজরাটে একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু
হামাস বলেছে,
তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায়, যদি ইসরায়েল আরও বন্দিদের মুক্তি দেয়। আর ইসরায়েল
বলেছে, প্রতিদিন ১০ জিম্মিকে মুক্তি দিলে চুক্তিতে রাজি তারা।
ইসরায়েলে ঢুকে
হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা
চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে
দেশটি।
টানা হামলার
শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কদিন আগে মিশরের
রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকতায়।
এতদিন গাজায়
জ্বালানি প্রবেশে ইসরায়েলের অনুমতি ছিল না। বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে
সম্প্রতি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য জ্বালানির অনুমতি দেয়া
হয়। এরই পরিপ্রেক্ষিতে সেখানে ঢুকেছে ছয়টি জ্বালানিবাহী ট্রাক। এরই এক পর্যায়ে গত শুক্রবার
চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় গাজায়, যা শেষ হচ্ছে সোমবার।
ভূমধ্যসাগরের
তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য
৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।