আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

জামালপুরে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত:সোমবার ০২ জানুয়ারী 2০২3 | হালনাগাদ:সোমবার ০২ জানুয়ারী 2০২3 | ৪৪০জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন, সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ইসলামপুর সদরের মো.ফরিদুল হক খান অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এম.পি.।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হাসান রুমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আবু তাহের।

অনুষ্ঠানে ১০০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে উপজেলা সদরে ফিতা কেটে হামদর্দের ইসলামপুর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।


আরও খবর