আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

জাল সনদধারী ১৫ শিক্ষককে সাড়ে ৭৩ লাখ টাকা ফেরতের নির্দেশ

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক, ঠাকুরগাঁও

Image

ঠাকুরগাঁও জেলায় জাল সনদে নিয়োগ পাওয়া ১৪টি প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসাথে জাল সনদধারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতেও বলেছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা) মো: সেলিম শিকদার স্বাক্ষরিত একটি আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫জন শিক্ষকের জাল সনদের প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে ১০ জন এমপিওভুক্ত। তারা সরকারি বেতন তুলেছেন। বাকি পাঁচ শিক্ষক ননএমপিও। তারা কোনো সরকারি আর্থিক সুবিধা পাননি। জাল সনদে এমপিওভুক্ত হওয়া ওই দশ শিক্ষক বেতন বাবদ সরকারি তহবিল থেকে ৭৩ লাখ ৫১ হাজার টাকা অবৈধভাবে গ্রহণ করেছেন।

জাল সনদধারী এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) আব্দুল খালেককে ৯ লাখ ৫১ হাজার টাকা, সদরের দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার)  দুলাল চন্দ্র বর্মনকে ১৪ লাখ ৪৪ হাজার টাকা, বৈরাগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (কম্পিউটার) মিনু রানী কুন্ডকে ১১ লাখ ৩০ হাজার টাকা, হরিপুর তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) জসিম উদ্দিনকে ৭ লাখ ৬৩ হাজার টাকা, পীরগঞ্জ সাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (কম্পিউটার) খাতুনকে ৭ লাখ ৭৩ হাজার টাকা, রানীশংকৈল উপজেলার জওগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) মীর রায়হানকে ৭ লাখ ৪২ হাজার টাকা, সদরের রুহিয়া ডিগ্রি কলেজের  প্রভাষক (ইংরেজি) আতিকুর রহমানকে ২ লাখ ২৬ হাজার টাকা, সিন্দুর্না উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) ফাইশাল আলীকে ৪ লাখ ২২ হাজার টাকা, পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) সাইদা ইসলামকে ৭ লাখ ৭৯  হাজার, সালন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) আতিয়ার রহমানকে ১ লাখ ৮৫ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ননএমপিও পাঁচ জাল সনদধারী শিক্ষক হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( হিন্দু ধর্ম)  জসোদা বালা দেবী, রানীশংকৈলের নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রভাষক (দর্শন) মোশাররফ হোসেন, হরিপুরের ভাতুড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( শরীরচর্চা)  জিল্লুর রহমান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক (ইতিহাস ও সংস্কৃতি) জগবন্ধু রায়, একই কলেজের প্রভাষক (দর্শন) দীপিকা রানী রায়।

আরও পড়ুন>> ছাত্রলীগ নেতা জসিম হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড

আদেশে জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে সাত দফা শাস্তি গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা, গ্রহণ করা বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়া, ফৌজদারি অপরাধে মামলা করা, নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অবসরপ্রাপ্তদের অবসর সুবিধাপ্রাপ্তি বাতিল, স্বেচ্ছায় অবসর নেওয়াদের অর্থ অধ্যক্ষ/প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় এবং অবসর ভাতা/কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধ।

অভিযুক্ত শিক্ষকদের কাছ থেকে ৩৫ কোটি ৫৬ হাজার ১১৮ টাকা ফেরত নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে যারা এমপিওভুক্ত নন তারা সরকারি কোনো বেতন-ভাতা না নেওয়ায় তাদের টাকা ফেরত দেওয়ার কোনো সুপারিশ করা হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর যাচাই-বাছাই করে ৬৭৮ জন শিক্ষক-কর্মচারীর জাল সনদ শনাক্ত করেছে। গত ৮ ফেব্রুয়ারি সনদ প্রদানকারী দপ্তরপ্রধান প্রতিনিধি সমন্বয়ে অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের সনদের সত্যতা যাচাই করে জাল সনদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগে সব ধরনের শিক্ষক নিয়োগ গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির মাধ্যমে হতো। তখন অনৈতিক সুবিধা দিয়ে অনেক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হতো। ফলে সনদ যাচাইয়ের কোনো প্রয়োজনও বোধ করা হয় না। বর্তমানেও যখন নিয়োগ দেওয়া হয় তখন স্ব স্ব সংস্থার মাধ্যমে সনদ যাচাই করা হয় না। যাচাই করা হলে শুরুতেই জাল সনদধারীরা বাদ পড়ে যেত।

বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে এই খবরটি জেনেছি। কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত কোনো চিঠিপত্র আসেনি। সরকারিভাবে বা বোর্ড কর্তৃক কোনো চিঠি পেলে ব্যবস্থা নেয়া হবে।

রুহিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মজিবর রহমান জানান, ২০১৫ সালে নিরীক্ষা দফতরের যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার ও অডিটর মাহমুদুল হক কলেজ পরিদর্শন করেন। ওই নিরীক্ষায় আতিকুর রহমানের বেসরকরি শিক্ষক নিবন্ধন সনদ জাল বলে ধরা পড়ে। এরপর কলেজের (অব) অধ্যক্ষ মামুনুর রশিদ ২০১৯ সালে এ বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিলেও আতিকুর রহমান কোনো জবাব দেননি। পরে কলেজ পরিচালনা কমিটি তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদ বলেন, জাল সনদধারী শিক্ষকদের অফিস আদেশ এখনো হাতে আসেনি। আদেশের পর নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



বিজয়নগরে মাটির ঘরে দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মোঃ রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া

Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরে দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মিশু (১০) ও তার ভাই রাফিন (১২)। তারা উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় পিতা মন্নাফ (৪২) তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

জানা যায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মন্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল তাদের বসতঘরের ওপর ধসে পড়ে। এতে তারা ৫ জন মাটির ঘরে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর



কানাডায় শিখ নেতা হত্যায় ভারতকে দুষলেন জাস্টিন ট্রুডো

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের বিরুদ্ধে এবার শিখ সম্প্রদায়ের এক নেতাকে হত্যার বিস্ফোরক অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে তিনি বলেন, ভারতীয় সরকারের প্রতিনিধিরা চলতি বছরের জুনে ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটায়। খবর নিউ ইয়র্ক টাইমসের।

ট্রুডো বলেন, হরদীপ সিং নিজ্জার নামে ওই শিখ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়টি চলতি মাসের শুরুতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি। কানাডীয় সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, কানাডায় কোনো নাগরিককে হত্যার পেছনে ভারতের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়েছে। এটি (কানাডার) সার্বভৌমত্বের লঙ্ঘন। এ বিষয়ে ভারতকে চাপ দেওয়া অব্যাহত আছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বংশোদ্ভুত অনেক কানাডীয় এ হত্যাকাণ্ডে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় তারা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। 

আরও পড়ুন>> কিম জং উনের পর রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

এ ঘটনায় ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলেও জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। ওই কূটনীতিককে ভারতীয় গোয়েন্দা শাখা -এর প্রধান বলেও বর্ণনা করেছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্ব শিখ সংস্থার এক বিবৃতিতে হত্যার হুমকিকে কেন্দ্র করে নিজ্জার প্রাণশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে উল্লেখ করা হয়েছে।


আরও খবর



সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তার বিএনপিতে যোগদান

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো।

সশস্ত্র বাহিনীর সাবেক এই ২৫ জন কর্মকর্তা হলেন-

সেনাবাহিনীর ১৯ কর্মকর্তা: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কমান্ডো-৪ কর্নেল (অব.) আব্দুল হক, লে. কর্নেল (অব.) আইয়ুব, লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান, লে. কর্নেল (অব.) নওয়াজ, লে. কর্নেল (অব.) মুস্তাফিজ, লে. কর্নেল (অব.) সাঈদ আলম, লে. কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লে. ইমরান।

নৌবাহিনীর দুই কর্মকর্তা: রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান এবং কমডোর (অব.) মোস্তফা সহিদ।

বিমানবাহিনীর চার কর্মকর্তা: এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

নিউজ ট্যাগ: বিএনপি

আরও খবর



আজকের রাশিফল: শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজকের দিন আপনার জন্য মঙ্গলজনক। দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে উঠবেন। বিনা পরিশ্রমেই আজ অর্থ উপার্জন হবে। বাড়িতে অতিথি আসতে পারে। একান্তে সময় কাটান।

বৃষ : দীর্ঘমেয়াদি লগ্নি আজ না করাই ভালো। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানদের কারণে আজ গর্বিত হবেন। স্ত্রী আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন। সুযোগসন্ধানী বন্ধুদের এড়িয়ে চলুন।

মিথুন : আপনার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা এবং তা নিয়ে সকলের সাথে আলোচনা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। চাপমুক্ত হতে নিজেকে অন্য কোনও কাজে ব্যস্ত রাখুন। ব্যক্তিগত সম্পর্কে মতানৈক্য হতে পারে।

কর্কট : আপনার শরীর ভালো রাখতে দীর্ঘসময়ের জন্য হাঁটাহাঁটি করা উচিৎ। কোনও বন্ধু ঋণ চাইলে তা দেওয়ার আগে সবদিক বিবেচনা করবেন। আত্মীয়দের সমালোচনার মুখে পড়তে পারেন।

সিংহ : বন্ধুদের সূত্রে কোনও বিশেষ মানুষের সাথে আলাপ হবে। তিনি আপনার চিন্তাধারা বদলে দিতে পারেন। পরিবারের সকলের সাথে সময় কাটান। অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন।

কন্যা : কাজের ফাঁকে বিশ্রাম নিন। আপনার সম্পত্তি আজ বেহাত হতে পারে তাই সাবধান থাকুন। পরিবারের সকলের প্রয়োজনকে গুরুত্ব দিন। নিজের সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দেবেন না।

তুলা: আজ আপনার দয়া সকলের দৃষ্টি আকর্ষণ করবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে তাঁর থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ সঙ্গীকে খুব মিস করবেন। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে।

বৃশ্চিক : খাওদাওয়ার দিকে নজর দিন। অতিরিক্ত খাওয়া অসুস্থতার কারণ হতে পারে। বাইরে কোথাও গেলে আপনার অর্থ সাবধানে রেখে যান। অবসর সময়ে আটকে থাকা কাজ মিটিয়ে ফেলুন।

ধনু : আজ আপনি সুযোগের সদব্যবহার করবেন। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। একটি আনন্দদায়ক সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনাকে তরতাজা করে দেবে।

মকর : অনেক দিনের পুরানো রোগ সেরে যাবে। কোনও বদমেজাজি ব্যক্তি আজ আপনাকে বিরক্ত করতে পারে। বাইরের অনর্থক কাজে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যৎ গড়ার দিকে মন দিন।

কুম্ভ : আজ নিজেকে বিশ্রাম নিন। আপনার মধ্যে ক্লান্তি দেখা যাবে। জমি কেনাবেচায় প্রচুর অর্থলাভ হতে পারে। বাচ্চাদের সাথে কিছু্টা সময় কাটান। বন্ধুদের সময় দিতে না পারায় মনে কষ্ট পাবেন।

মীন : ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় আপনার সঞ্চয় কিছুটা বাড়বে। অপ্রয়োজনীয় তর্ক করে সময় নষ্ট করবেন না। বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবেন। অবসর সময় একান্তে কাটান।


আরও খবর
খালি পেটে যে চার খাবার খেলে অ্যাসিডিটি হয়

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




১৩ ছবিতে ফারিয়ার কানাডা সফর!

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

পরপর দুটো আইটেম গানে ভক্তদের মাতিয়েছেন নুসরাত ফারিয়া। এর মধ্যে আবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হয়েছেন সিনেমা নিয়ে। এসবের ফাঁকে কিছু দিন আগে তিনি উড়াল দিয়েছেন কানাডায়। না, স্রেফ ঘোরাফেরা নয়, পেশাদার কাজও জড়িয়ে আছে তার এই সফরে।

নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমার জন্য ফারিয়ার কানাডা ভ্রমণ। যেটার নাম মুজিব: একটি জাতির রূপকার। এটি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় দেখানো হয়েছে। সেখানেই সিনেমার অভিনেত্রী হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া।

গেলো ১৫ সেপ্টেম্বর মুজিব প্রিমিয়ারের ছবি প্রকাশ করেন ফারিয়া। এদিন তার পরনে ছিল সাদা রঙের প্যান্ট ও ব্লেজার। হাতে গোলাপি ব্যাগ। দেড় হালি ছবি শেয়ার করে সেদিনের স্মৃতি ভাগাভাগি করে নিয়েছেন অনুসারীদের সঙ্গে। ছবিগুলো মূলত ১৪ সেপ্টেম্বর উৎসবস্থল থেকে তোলা।

ছবিতে তার সঙ্গে দেখা যায় মুজিবর মুখ্য অভিনেতা আরিফিন শুভকেও। তিনিও ছিলেন প্রিমিয়ারে। এছাড়া বিশেষ ওই প্রদর্শনীতে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ ছবি সংশ্লিষ্ট আরও কয়েকজন উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন>> শাহরুখের গালে চুমু দীপিকার, হিংসায় পুড়ছেন রণবীর

কাজের সুবাদে টরন্টো গেছেন বটে, তাই বলে শুধু কাজেই ডুবে থাকবেন, তা তো নয়। হ্যাঁ, জাস্টিন ট্রুডোর দেশের অপরূপ নগর-প্রকৃতিও উপভোগ করছেন নুসরাত ফারিয়া। শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনটি স্থিরচিত্র শেয়ার করেন নায়িকা। যেখানে তাকে বাদামি রঙের পোশাকে দেখা গেছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) আরও ৪টি ছবি আসে ফারিয়ার ফেসবুক পেজে। সেগুলোতে আরও আবেদনময়ী রূপে দেখা দিয়েছেন পটাকা গার্ল। কমলা রঙের অন্তর্বাসের ওপর বুক খোলা লং শার্ট পরে দাঁড়িয়ে আছেন নদীর তীরে। ক্যাপশনে বোঝাতে চাইলেন, মুহূর্তটা তিনি উপভোগ করছেন।

তবে কানাডা সফর নিয়ে ছবি প্রকাশের বাইরে ভালো-মন্দ কোনও মন্তব্য করেননি এই নায়িকা। যোগাযোগ করেও পাওয়া যায়নি প্রতিক্রিয়া। সম্ভবত, দেশে ফিরেই সফর অভিজ্ঞতার ঝাঁপি খুলবেন এই পাতাল ঘর কন্যা।

উল্লেখ্য, মুজিব সিনেমায় শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া; যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও ভারত সরকার প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। আগামী অক্টোবরে ছবিটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ওয়েব সিরিজ আবার প্রলয়র আইটেম গানে। মেনকা শিরোনামের সেই গান গেলো ৪ আগস্ট অন্তর্জালে এসেছিল। তবে খুব একটা সাড়া পাননি। যেমনটা পেয়েছিলেন সুড়ঙ্গ সিনেমার আইটেম গান কলিজা আর জানর সুবাদে।


আরও খবর