
‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপদ্যের আলোকে প্রতিবছরের মতো এবারও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৫ অক্টোবর) নানান র্কমসূচীর মধ্য দিয়ে পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস-২০২১।
এই বছর জাতীয় কন্যাশিশু দিবস পালন করা উপলক্ষে খাউলিয়া ইউনিয়নের মাধ্যমিক স্তরের কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠান থেকে ছাত্রীদের মধ্য থেকে “আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যের আলোকে দেয়ালিকা পত্রিকার প্রর্দশন ও প্রতিযোগিতার আহবান করা হয়।
স্ব স্ব প্রতিষ্ঠান তারা তাদের দেয়ালিকা উপস্থাপন ও প্রদর্শন করেন খাউলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে। উপস্থিত বিচারক মন্ডলীর বিবেচনায় তিনটি প্রতিষ্ঠানকে সার্বিক বিবেচনায় সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এস,পি, রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ন্যাসী বরিশাল লতিফিয়া দাখিল মাদ্রাসাকে প্রথম, দ্বিতীয়ও তৃতীয় স্থান র্নিধারণ করা হয়।
উপস্থিত বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কপতী সেন, এস,পি, রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নন্দ দুলাল ও সন্ন্যাসী বরিশাল লতিফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বেল্লাল হোসাইন।
সার্বিক সহযোগিতা করেন খাউলিয়া ইউনিয়নের সুজন সদস্য রনজিতা সেন ও ইয়ূথ সদস্য আসলাম হোসেন সুমন। উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান।