
গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাটে ৬০বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোসাইরহাট ইউনিয়নের আনোয়াকাঠি দাতরা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় ঐ ইউনিয়নের চাপকাটি গ্রামের আমজাদ হোসেন মালত (৬০) তিনি ঐ শিশুটির দুঃসম্পর্কে দাদা হয় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
থানা সূত্রে জানা যায়, আজ দুপুর দুইটার দিকে আমার শিশুটির বাড়িতে খাবার খাওয়ার জন্য বৃদ্ধা ঘরে যায় এবং শিশুটির মা তাকে খাবার দিয়ে ঘরের বাইরে কাজ করতে গেলে খাটের উপর শুয়ে থাকা স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নির্যাতন করার চেষ্টা করে এরমধ্যেই শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে আসলে লোকজন ডাক দিয়ে বৃদ্ধাকে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়।
ধর্ষণের চেষ্টার ঘটনায় রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়া ওই শিশুকে এখন শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আমজাদ হোসেন মালতকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
শিশুটির দাদা মতিন ঢালী মুঠোফোনে জানায়, আজ দুপুরে আমরা একটা যায়গা জমির দরবারে ছিলাম দুপুরে খাবারের সময় আমজাদ হোসেন আমার ছেলার ঘরে গিয়ে খাবার চায় এসময় তাকে খাবার খাওয়ার শেষে ছেলের বৌকে পাশের ঘর থেকে পান আনতে বলে এই ফাকে খাটের উপর সুয়ে থাকা আমার নাতিনের উপর ঝাপিয়ে পড়ে এবং নির্যাতনের চেষ্টা করলে এসময় সে চিৎকার করলে তার মা ও আশপাশে থাকা লোকজনসহ আমার এগিয়ে আসি এবং আমার নাতিনকে রক্তাত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসাপাতে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপরে আমজাদ হোসেনকে স্থানীয়রা হাত পা বেধেঁ রাখে পরে পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় আজ রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন বলে যানান শিশুটের দাদা মতিন ঢালী।
ঐ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার মহন সরদার বলেন, ঘরে ঢুকে শিশুটিকে আমজাদ হোসেন মালত শারীরিক নির্যাতন করলে শিশুটির মা বাবা হাতেনাতে ধরে লোকজন দিয়ে বেধেঁ রাখে এরপরে ঐ বৃদ্ধাকে দুপুর আড়াইটার দিকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী শিশুটি এখন শরীয়তপুর সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
গোসাইরহাট থানা তদন্ত ওসি ওবায়দুল জানান, ধর্ষণ চেষ্টায় আমজাদ হোসেন মালত নামের ৬০ বছরের এক বৃদ্ধাকে আটক করে থানায় আনা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসায় অপরাধের কথা শিকার করেছেন তার বিরুদ্ধে শিশুটির পরিবার কর্তৃক রাতেই গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.আসলাম সিকদার বলেন, ওই শিশুর বাবা পেশায় একজন কৃষক এবং মা বাড়ির কাজ করেন। শিশুটিকে একা পেয়ে ওই বৃদ্ধ তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে এঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হবে।