আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

গোপালগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হলো শেখ হাসিনার নাম

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি

Image

সরাকারি নির্দেশনা আসার আগেই নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে মুছে ফেলা হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম। শুধু তাই নয়, একই সঙ্গে মুছে ফেলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নাম।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সরকারি নির্দেশনা আসার আগেই এভাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামাল এবং শেখ রাসেলের নাম মুছে ফেলার সাথে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে নির্মিত শেখ রাসেল গাঠাগারের উদ্বোধন করেন।  চলতি বছরের ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের পাঠাগার থেকে শেখ রাসেলের নামটি মুছে ফেলা হয়। একই সঙ্গে পাঠাগারটির উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

এছাড়াও বিদ্যালয়টির একাডেমিক ভবন থেকে শেখ কামালের নামটিও মুছে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে জানাজানি হলে উপজেলাব্যাপী আলোচনার ঝড় ওঠে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, সরকারি কোন নির্দেশনা আসার আগেই আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এ বিষয়ে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস বলেন, কে বা কারা বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল ও একাডেমিক ভবন থেকে শেখ কামালের নাম মুছে ফেলেছে তা আমাদের জানা নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় এই ঘটনায় আমরা লজ্জিত। আমরা দ্রুত সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেবো।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, আমরা কোন প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলার কোন নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। যদি কেউ কোন প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলে সেটা একান্তই তাদের বিষয়।

নিউজ ট্যাগ: গোপালগঞ্জ

আরও খবর



১৭ অতিরিক্ত সচিবকে বদলি

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিভিন্ন মন্ত্রণালয়ের ১৭ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

বদলি কর্মকর্তাদের স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে।

কর্মকর্তাদের সোমবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। কেউ যোগ না দিলে সোমবার বিকাল থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। 


আরও খবর



ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৮, হাসপাতালে ভর্তি ৩৩৫

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ মহিলা রয়েছেন।


আরও খবর



পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

এ যেনো নতুন এক বাংলাদেশ দল। শেষ কবে লাল বলে এমন ছন্দে থাকা বাংলাদেশকে দেখেছে ক্রিকেটপ্রেমীরা? ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ অভ্যুত্থানের পর অনেকেই এখন দ্বিতীয় বাংলাদেশ বলছে। বাইশগজেও লেগেছে যেন নতুন বাংলাদেশের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা পাকিস্তানের বেস্ট বোলিং অ্যাটাকের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করার পর বল হাতে পাকিস্তানি ব্যাটার কাঁপন ধরিয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিলো।

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যার ফলে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশের দরকার ছিল ৩০ রান। ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ।

ঐতিহাসিক জয় তুলে নেওয়ার দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশর হয়ে ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও জাকির হাসান। ৬ ওভার ৩ বল খেলেই জয় নিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। সাদমান ইসলাম ৯ রানে ও জাকির হাসান ১৫ রানে অপরাজিত থাকেন।

আজ রবিবার (২৫ আগস্ট) সকালে ৯৪ রানে পিছিয়ে থেকে মাঠে নামে পাকিস্তান। আগের মতো আজও নির্ধারিত সময়ের আগে শুরু হয় পঞ্চম দিনের খেলা। পঞ্চম দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ।

তবে এই জুটিকে বেশদূর এগোতে দেননি হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান মাসুদ। আউট হওয়ার আগে করেন ৩৭ বলে ১৪ রান। তার বিদায়ে দিনের শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান।

শান মাসুদের বিদায়ের পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা আগেই এই জুটিকে থামান নাহিদ রানা। নাহিদ রানার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাবর আজম। আউট হওয়া আগে করেন ৫০ বলে ২২ রান। যদিও শূন্য রানে ফিরে যেতে পারতেন তিনি। শান মাসুদের বিদায়ের পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়ে দেন লিটন। জীবন পেয়ে ২২ রান করলেন বাবর।

বাবরের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদ শাকিল। ৪ বলে শূন্য রান করে সাকিবের বলে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সৌদ শাকিলের উইকেট নেওয়ার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব ও মিরাজ। সাকিবের বলে সাদমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার আব্দুল্লাহ শফিক। আউট হওয়ার আগে করেন ৮৬ বলে ৩৭ রান।

সাকিবের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে স্লিপে সাদমানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আগা সালমান। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

১০৫ রানে ৬ উইকেট হারানোর পর শাহিন আফ্রিদিকে সঙ্গে নিয়ে লাঞ্চ বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে পার করেন রিজওয়ান। আর কোনো বিপদ ঘটতে দেননি তারা। শেষ পর্যন্ত ৩৬ ওভারে ১০৮ রান করে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান।

বিরতি থেকে ফিরে আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান শাহিন আফ্রিদি।

মিরাজের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। সাকিবের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নাসিম শাহ। তার বিদায়ে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে হারের আরও কাছে চলে যায় পাকিস্তান।

১১৮ রানে ৮ উইকেট হারানোর পর খুররাম শেহজাদকে লড়াই চালিয়ে যেতে থাকেন প্রথম ইনিংসে ১৭১ রান করে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান। স্রোতের বিপরিতে দাঁড়িয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি।

তবে অর্ধশতক তুলে নেওয়ার পর তাকে আর বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে ৮০ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। রিজওয়ানের বিদায়ের পর ১৪৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস। যার ফলে বাংলাদেশ সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয় মাত্র ৩০।

এর আগে ব্যাটিংয়ে নেমে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মুশফিকের সেঞ্চুরি আর সাদমান, মুমিনুল, লিটন দাস আর মিরাজের অর্ধশতকে ভর করে পাকিস্তানের করা পাহাড়সম ৪৪৮ রান টপকে ৫৬৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। যার ফলে টাইগারদের লিড দাঁড়ায় ১১৭ রানে।

১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। যার ফলে তারা গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০।


আরও খবর
ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




কী আছে ইউপি চেয়ারম্যানদের ভাগ্যে?

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পট পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

স্থানীয় সরকারের ওই চারটি প্রতিষ্ঠানের পদ থেকে মেয়র চেয়ারম্যানদের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের (ইউপি) ক্ষেত্রে ভিন্ন নীতি সরকারের।

দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে আছেন। কোথাও কোথাও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভের খবরও পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী, পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদ শূন্য হবে। এছাড়া পদত্যাগ, মৃত্যু বা অন্য কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে।

তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা দণ্ডিত হলে, পরিষদের স্বার্থ পরিপন্থি কাজ করলে চেয়ারম্যানদেরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারবে সরকার।

এছাড়াও দুর্নীতি, অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোন অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশত্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করতে পারে সরকার।

বর্তমান পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনারের বরাতে বিবিসি বাংলা জানায়, নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণে সবগুলো আইনই প্রায় কাছাকাছি। তবে এসব আইন দেখে সরকার তাদের অপসারণ করছে না। একটা ভিন্ন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

স্থানীয় সরকার উপদেষ্টা আরিফ হোসেন বলেছেন, যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কী রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবে।


আরও খবর



টুকু-পলক-সৈকত ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের জন্য এদিন এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে।


আরও খবর
দ্বিতীয় দফায় রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪