আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | ১১৩০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

গোপালগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ি‌য়া গ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও একই উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩৩)।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. নাসীর উদ্দীন জানান, তরিকুল ও অপূর্ব মোটরসাইকেলে করে কোটালীপাড়া থেকে গোলাবাড়ি‌য়ায় যাচ্ছিলেন। পথে গোলাবাড়ি‌য়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপূর্ব রায়কে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও খবর