আজঃ শনিবার ০৩ জুন ২০২৩
শিরোনাম

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০22 | হালনাগাদ:রবিবার ২০ মার্চ ২০22 | অনলাইন সংস্করণ

Image

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে গোমস্তাপুর-চাঁপাইনবাগঞ্জ সড়কের চকপুস্তুম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ডিহিটোলা গ্রামের তোতা আলীর ছেলে বাবুল (৫৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে চকপুস্তম মোড়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, খোঁজ খবর নিতে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।


আরও খবর