
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের করা ৫০০ কোটি টাকার মানহানির মামলায় সুপ্রিম
কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হকে সুমনের নামে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয়
যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (২মার্চ) এই আদেশ দেন।
ওই আদালতের সেরেস্তাদার মতিউর রহমান বলেন,
২৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন
ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা-মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ৫০০ কোটি
টাকা ক্ষতিপূরণ চেয়ে সৈয়দ সায়েদুল হকের বিরুদ্ধে মামলা করেন সংসদ সদস্য আবদুস সোবহান
মিয়া।
মামলার আরজিতে আবদুস সোবহান দাবি করেছেন,
গত ১৭ জানুয়ারি সায়েদুল হক ফেসবুকে তাঁর সম্পর্কে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করেন।
সায়েদুল হক প্রচার করেন যে তিনি (আবদুস সোবহান) ২০১৪-২০১৫ সালে সংসদ সদস্য হয়ে অর্থ
পাচার (মানি লন্ডারিং) করেছেন। সায়েদুল হকের এই বক্তব্য সত্য নয়। তিনি সংসদ সদস্য হয়েছেন
২০১৮ সালের জাতীয় নির্বাচনে। সংসদ সদস্য হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে কোনো বাড়ি কেনেননি।
মামলার আরজিতে আরও বলা হয়, আবদুস সোবহান
১৯৮৫ সালে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে লেখাপড়া শেষ করে উচ্চ বেতনে
চাকরি করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর তিনি মার্কিন পাসপোর্ট সমর্পণ (সারেন্ডার) করেন।
তারপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন নেই। সংসদ সদস্য হওয়ার পর যুক্তরাষ্ট্রে
বাড়ি কেনার তথ্য বিবাদীর মনগড়া বক্তব্য। বিবাদী আগেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান
সম্পর্কে মানহানিকর তথ্য প্রচার করেছেন।