আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২৯

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‌‌‌মোখার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। বঙ্গোপসাগরে উৎপন্ন হয়ে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের সিত্তের মধ্যবর্তী অঞ্চলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে রোববার সন্ধ্যায় আঘাত হানে মোখা, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

মিয়ানমারের সিত্তের উত্তর-পশ্চিমে খাউং ডোকে কার গ্রামে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রোহিঙ্গা শিবিরের এক নেতা। বার্তা সংস্থা এএফপিকে এমনটি বলেছেন। তবে দেশটির জান্তা প্রতিশোধের ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন ওই রোহিঙ্গা।

তিনি বলেন, নিচু এলাকা, রোহিঙ্গা গ্রাম ও আইডিপি ক্যাম্পে আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন>> ঘূর্ণিঝড় মোখা এখন সুপার সাইক্লোন

তবে দেশটির সামরিক জান্তা সরকার এর আগে এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারে ঘূর্ণিঝড়ের কবলে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং কিছু বাসিন্দা আহত হয়েছেন। তবে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাজধানী সিত্তের একটি আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত টিন নিনও বলেছেন, সিত্তের তিন লাখ বাসিন্দাদের মধ্যে চার হাজারের বেশি মানুষকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবক সংগঠন `রাখাইন ইয়ুথস ফিলানথ্রোপিক অ্যাসোসিয়েশন` এর এক নেতা বলেন, মিয়ানমারের কয়েকটি শহরের উচ্চভূমিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ২০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তীব্র ঝড়ো বাতাসে তাদের মধ্যে ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার সন্ধ্যার দিকে ঝড়টি শিথিল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র ঝড়ের আঘাত থেকে রক্ষা পায়। সেখানকার কর্মকর্তারা বলেছেন ঝড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো মৃত্যু হয়নি।

ঘূর্ণিঝড় মোখার শক্তি সিডারের কাছাকাছি ছিল। কিন্তু সিডারে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, মোখার আঘাতে ততটা ক্ষতি হয়নি বলেই মনে করছেন কক্সবাজার প্রশাসন। উপকূলবর্তী অঞ্চলে ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ মানুষের।

তবে ঝড়টি স্থলভাগে ঢোকার সময় গতি খানিকটা কমায়। মূল ঝাপটা মিয়ানমারের উপর দিয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল খানিকটা হলেও বেঁচে গেছে।

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ৪২০টি নারকেলগাছসহ অন্তত ৩ হাজার গাছ ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া জলোচ্ছ্বাসে দ্বীপটির উত্তর পাড়া, পশ্চিম পাড়া ও পূর্ব দিকের কিছু এলাকা প্লাবিত হয়েছে।

সূত্র: এএফপি


আরও খবর



পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৩৪

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ডন।

বোমা হামলায় হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

এর আগে মাসতাংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাউল মুমিন প্রাথমিক অবস্থায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

সহকার কমিশনার আরও জানিয়েছিলেন, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাই বিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।


আরও খবর



নীলফামারীতে আগাম আলু রোপন শুরু

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

নীলফামারী প্রতিনিধি

দ্বিগুন লাভের আশায় আগাম আলু রোপনে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষক। উঁচু সমতল জমিতে আগাম আলু চাষ শুরু হয়েছে। সে কারণে ব্যস্ত সময় পার করছেন কিষান কিষানিরা।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে ১০০ হেক্টর বেশি। স্বল্পমেয়াদী আগাম আউশ, আমন ধান কাটা মাড়াই শেষ করে সেই জমিতে আগাম জাতের আলু রোপণের জন্য হিমাগার থেকে বীজ সংগ্রহ করে আলু রোপন করছেন চাষীরা। এ অঞ্চলে আগাম আলু রোপণকে ঘিরে যেন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে মাঠজুড়ে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিগুন লাভের আশায় মাঠে মাঠে চলছে আলু রোপণ ও জমি প্রস্তুতের কাজ। এ সময় রণচন্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আলু চাষী শাহিনুর জানান, গত বছর ধান কাটার পর ৪ একর জমির আলু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি করে টাকা দ্বিগুন লাভ হয়েছে। এবারো ৫ একরের বেশি জমিতে ৫৫ থেকে ৬০দিনে উত্তোলন যোগ্য সেভেন জাতের আলু রোপণ করছি। এবার আবহাওয়া অনুকূল থাকায় গতবারের চেয়ে ফলন ভালোর আশায় মনের আনন্দে আলু রোপণে ব্যস্ত সময় পার করছি। বাহাগিলী ইউনিয়নের আলু চাষী রিপন ইসলাম ১১ বিঘা ও মমতাজ আলী ৬ বিঘা, আব্দুল জব্বার ১৩ বিঘা জমিতে আগাম আলু রোপন করছেন। তারা জানান, যার আলু যত আগে উঠবে সে কৃষক তত লাভবান হবেন। এ এলাকার মাটি উঁচু এবং বালু মিশ্রিত হওয়ায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে আগাম আলু চাষে তেমন কোন ভয় থাকে না। ফলন কম হলেও রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে চড়া দামে আলু বিক্রি করে দ্বিগুন লাভবান হওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম বলেন, এ উপজেলার মাটি আগাম আলু চাষের জন্য খুবই উপোযাগী। প্রতিবছর এ এলাকার কৃষক আগাম আলু চাষ করে দ্বিগুন লাভবান হন। গত বছরের চেয়ে এবার ১০০ হেক্টর আলু বেশী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আমাদের কৃষি অফিস থেকে আগাম আলু চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতা করে আসছি।


আরও খবর



এডিসি হারুনকে গ্রেপ্তারের দাবি সাবেক ছাত্রলীগ নেতাদের

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ঢাবি প্রতিনিধি

Image

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় এনে মারধরের ঘটনায় ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদকে স্থায়ী বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’–এর ব্যানারে এক মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা এই দাবি জানান।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান খান বলেন, এডিসি হারুন পেটানোয় পটু। তিনি নিজের সহকর্মীকেও পিটিয়েছেন। তার কাজ পুরো পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায় তো পুলিশ প্রশাসন নিতে পারে না। হারুনকে কেন প্রশ্রয় দেওয়া হবে? তিনি যেভাবে ছাত্রলীগের নেতাদের অমানুষিক নির্যাতন করেছেন তাতে শুধু প্রত্যাহার কিংবা বদলিতে যথেষ্ট নয়। তাকে গ্রেপ্তার করে স্থায়ী বরখাস্ত করতে হবে। তাকে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই।

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, এডিসি হারুন একজন শিক্ষার্থীবিদ্বেষী পুলিশ কর্মকর্তা। এর আগেও বিভিন্ন সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাদের সন্তান, কোর্টের আইনজীবী ও সাংবাদিকদের ওপর আক্রমণ করেছিলেন। অতি দ্রুত তাকে ফৌজদারি অপরাধের কারণে আইনের আওতায় না আনলে সাধারণ ছাত্র সমাজ রাজপথে নেমে আসবে।

আরেক শিক্ষার্থী নাজমুল হক বলেন, এডিসি হারুন পরকীয়া করা অবস্থায় ধরা খেয়ে তা ঢাকা দিতে আমাদের দুই ভাইকে এভাবে নির্মমভাবে নির্যাতন করেছেন। মানবিক বিকারগ্রস্ত এই হারুন এর আগেও অনেক শিক্ষার্থীকে নির্মমভাবে হামলা করেছিলেন। আমরা তাঁর যথাযথ শাস্তি চাই।

ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামাল খান বলেন, এডিসি হারুন তার ব্যক্তিগত অপকর্ম ঢাকতে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন। তিনি যে কাজ করেছেন তা ফৌজদারি অপরাধের শামিল। তাকে ছাড় দিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

প্রসঙ্গত, এডিসি হারুনের মারধরের শিকার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমের বাড়ি গাজীপুর। তার প্রতি সমবেদনা জানাতে এই মানববন্ধনের আয়োজন করে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অনশন কর্মসূচিও করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাজীপুরের শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা। আবহাওয়া ভালো না থাকায় আপাতত অনশন কর্মসূচি করছেন না তারা।

এই সংগঠনের সভাপতি আশিক রাব্বানী জিহান বলেন, এডিসি হারুন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন তার ব্যাকগ্রাউন্ড ছিল ছাত্রশিবিরের। পরে যখন এসব ফাঁস হয়ে যায় নাঈম এসব ধরিয়ে দেবেন বলে তিনি নাঈমকে মেরে দাঁত ফেলে দেন। তিনি এপিবিএনে প্রত্যাহারকে এখন ক্রেডিট হিসেবে নিয়েছেন। ফল তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, সরদার আয়নাল, সৈয়দ আরিফ হোসেন, মাজহারুল ইসলাম শামীম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, আরিফুজ্জামান আল ইমরান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ছাত্রনেতা হাসান রশিদুজ্জামান বিপ্লব, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর প্রমুখ।

নিউজ ট্যাগ: এডিসি হারুন

আরও খবর



সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মোরশেদ আলম

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়।

প্রথমে তিনি ২০২৩ সালের চতুর্থ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন।

সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, এবি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ (জাপার) এবং আদিবা আনজুম মিতা।

স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য ক্রমানুসারে সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদেরে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়।


আরও খবর



পেট্রলপাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

পেট্রলপাম্প মালিকদের (একাংশের) ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান। তিনি বলেন, বিপিসির সঙ্গে আলোচনা হয়েছে। চলতি মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। তাই চলমান কর্মসূচি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।

সরকারি সংস্থার কাছ থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রল, অকটেন) কিনে তা বিভিন্ন ডিপো ও পেট্রলপাম্পে পরিবহন এবং গ্রাহকের কাছে বিক্রি করেন এই দুই অ্যাসোসিয়েশনের সদস্যরা। তিন দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এই দুই অ্যাসোসিয়েশন। এর মধ্যে একটি দাবি পূরণ করা হয়েছে। তবে তাদের মূল দাবি, জ্বালানি তেলে কমিশন বাড়ানো। ২০১৬ সাল থেকে এ দাবি জানিয়ে আসছে তারা।

দাবি আদায়ে রোববার ভোর থেকে সারা দেশে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রিতে ধর্মঘট পালন করে তারা। এর ফলে দেশের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ দিনভর বন্ধ ছিল। পেট্রলপাম্পগুলোতে বিক্রি হলেও তেলের সংকট দেখা দেয় অনেক এলাকায়।


আরও খবর