আজঃ শুক্রবার ০৩ মে ২০২৪
শিরোনাম

ঘর নির্মাণে গড়মিল; অনিয়মকে নিয়ম বানানোর কারিগর ডাঃ জাকির

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি

Image

চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তরে ১৬০ জন খামারীর প্রত্যেকের জন্য ২০ হাজার টাকা নির্ধারণ করে ছাগল ও মুরগী পালনে ঘর তৈরী বাবদ মোট ৩২ লাখ টাকা বরাদ্দ দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর। পাশাপাশি নির্ধারিত নকশা প্রনয়ন করে এসব ঘর নির্মাণের নিয়ম বেঁধে দেন সংশ্লিষ্ট দপ্তর।

সে অনুযায়ী ঘর নির্মাণ ও টাকা উত্তোলন করার কথা খামারীদের নিজেদেরই। তবে এ নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজস্ব নিয়মে পুরো পক্রিয়াটি ভিন্ন খাতে প্রবাহিত করে নিজস্ব ঠিকাদারের মাধ্যমে ঘর নির্মাণ কার্যক্রম চালিয়ে নিচ্ছেন মতলব উত্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা মতলব দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকির।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধিনে খামারিদের নিয়ে মুরগী ও ছাগল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তৈরী করা হয়েছে উৎপাদনকারী দল। যেসব দলের নাম করণ করা হয়েছে প্রোডিউসার গ্রুপ নামে।  প্রতিটি প্রোডিউসার গ্রুপে (পিজি) খামারী সদস্যের সংখ্যা ৪০ জন। প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে এসব খামারীদের জন্য মুরগী ও ছাগলের ঘর (শেড) নির্মাণ বাবদ জনপ্রতি ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর।

সেই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে একটি ও মতলব উত্তর উপজেলায় ৩ টি সহ মোট ৪ টি প্রোডিউসার গ্রুপের জন্য বরাদ্ধ হয় ৩২ লাখ টাকা। এই টাকা সরাসরি খামারীদের ব্যাংক হিসেবে জমা হওয়ার কথা। তবে এই নির্মাণ কাজে সরাসরি খামারীরা যুক্ত থাকার কথা থাকলেও পছন্দের ঠিকাদারদের মাধ্যমে অনিয়মকে নিয়ম বানিয়ে এসব ঘর (শেড) নির্মাণ কার্যক্রম শুরু করেছেন মতলব দক্ষিণ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও মতলব উত্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা ড. জাকির।

খামারীরা জানান, ডা. জাকির শুরুতে বরাদ্ধকৃত অর্থ খামারীদের ব্যাংক হিসেবে জমা বলে জানিয়ে তাদের সোনালী ব্যাংকে নতুন হিসেব খুলতে নির্দেশ দেন।

প্রাণিসম্পদ কর্মকর্তার দেখানো প্রক্রিয়া মেনে সোনালী ব্যাংক মতলব শাখায় জনপ্রতি ১ হাজার টাকা জমা রেখে নতুন হিসেব খুলেন খামারী সদস্যরা। হিসেব খোলার কয়েকদিনের মাথায় খামারীদের ডেকে নিয়ে খালি চেক বইয়ে সই নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন প্রাণিসম্পদ কর্মকর্তা। টাকা উঠিয়ে কর্মকর্তা নিজেই ঘর বানিয়ে দিবেন বলে জানিয়ে দেন খামারীদের।

এসব বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ও যুগ্ম-সচিব মোহাম্মদ আবদুর রহিম বলেন, পুরো প্রক্রিয়ার কোথাও ঠিকাদার বা নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে ঘর নির্মাণ কার্যক্রমের কোন নির্দেশনা প্রদান করা হয়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই প্রকল্পের অধীনে প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে খামারীদের এই অর্থ বরাদ্ধ দেওয়া হয়। তবে বরাদ্ধের নিয়মানুযায়ী একটি নির্দিষ্ট  নকশা ও কাঠামোর মাধ্যমে শেডগুলো নির্মাণের নির্দেশনা দেয় অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, নকশা ও কাঠামোগত পরিমাপ ঠিক রেখে খামারীরা নিজ উদ্যোগে মুরগী ও ছাগলের জন্য শেড নির্মাণ করবেন। পরবর্তীতে একজন পর্যবেক্ষণ কর্মকর্তা এসব শেডের মান ও কাঠামো পর্যবেক্ষণ করে সবকিছু ঠিকঠাক থাকলে খামারীদের বরাদ্ধকৃত অর্থ বুঝিয়ে দিবেন।

তবে এ নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডা. জাকির খামারীদের কাছ থেকে স্বাক্ষরসহ ব্ল্যাঙ্ক চেক নিয়ে ঘর নির্মাণের আগেই টাকা উত্তোলন করে সেইসব টাকা সরবরাহ করেন নিজস্ব কথিত ঠিকাদারদের কাছে।

অনিয়মকে নিয়ম বানিয়ে ভিন্ন পদ্ধতিতে ড. জাকির নিজস্ব নিয়মে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন খামারীরা।

মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার একাধিক প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যরা বলেন, নিয়মানুযায়ী আমরা নিজেরা নির্দিষ্ট কাঠামো মেনে শেড নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেও আমাদের এই সিদ্ধান্তকে না মেনে প্রাণিসম্পদ কর্মকর্তা নিজেই শেড নির্মাণ কাজ নিজের মতো করিয়ে নিবেন বলে আমাদেরকে চাপ সৃষ্টি করেছেন। এতে আমরা বাধ্য হয়ে কাজের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেই।

ছাগল ও মুরগীর জন্য ঘর নির্মাণ কার্যক্রমে ঠিকাদার নিয়োগ বা কোন টেন্ডার প্রক্রিয়া না থাকলেও এই নিয়মকে তোয়াক্কা না করে কথিত ঠিকাদার নিয়োগ ও কোন চুক্তিপত্র ছাড়াই নিজস্ব নিয়মে যে কার্যক্রম পরিচালনা করছেন ডাঃ জাকির তা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত বলে জানান প্রকল্পের উপ-পরিচালক ড. হিরন্ময় বিশ্বাস।

তিনি বলেন, কোন টেন্ডার প্রক্রিয়ার নিয়মতো নে-ই বরং খামারীদের সাথে নির্ধারিত স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয়ে নির্ধারিত নকশার ঘর নির্মাণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া আছে।

খামারীরা অভিযোগ করে বলেন, শেড নির্মাণের জন্য প্রাণিসম্পদের দেওয়া নির্দিষ্ট কাঠামোর তথ্য চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান। এছাড়াও একাধিক খামারী বলেন, তাদেরকে নির্দিষ্ট নকশা ও কাঠামোর কোন তথ্য না দিয়ে উল্টো বিভ্রান্তমূলক তথ্য দিয়ে নানাভাবে পুরো কার্যক্রমকে একটি জটিল প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করেন।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের প্রোডিউসার গ্রুপ আঁধারা দেশি-মুরগী উৎপাদনকারী দলের সভাপতি আছমা বেগম বলেন, কোন নকশা বা ঘর তৈরীর তথ্য না দিয়ে আমাদের নিজস্ব ব্যাংক একাউন্টের খালি চেক এ সই নিয়ে এবং অপর আরেকটি কাগজে সই নিয়ে তারা নিজেরাই টাকা উত্তোলন করবে বলে জানান। সে অনুযায়ী আমিও তাদের দেয়া চেক এ সই করি।

একই প্রোডিউসার গ্রুপের সহ-সভাপতি সালেহা বেগম বলেন, ১৫ দিন পর ব্যাংকে টাকা আসবে এই বলে আমাদের সোনালী ব্যাংক মতলব দক্ষিণ শাখায় একাউন্ট করিয়েছে। পরে তারা নিজেরাই টাকা তুলে কাজ করবেন বলে জানান। একই ঘটনার বর্ণনা দেন গ্রুপটির অন্যান্য সদস্যরা।

এদিকে ছাগল ও মুরগীর ঘর নির্মাণ কার্যক্রমে অনিয়মের একই ফিরিস্থি তুলে ধরেন মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের প্রোডিউসার গ্রুপ (পিজি) লুধুয়া দেশী-মুরগী উৎপাদনকারী দলের  সদস্যরা।

গ্রুপটির সদস্য রাধা রানী বলেন, আমরা নিজেরাই ঘর নির্মাণ করতে চেয়েছি কিন্তু স্যাররা আমাদের করতে না দিয়ে নিজেরাই করে দিবে বলে জানিয়েছে।

অপর এক সদস্য লাভলী বেগম জানান, তারা আমাদের কাছে ব্ল্যাংক চেক এ সই নিয়ে টাকা উঠিয়ে নিবে বলেছে। পরবর্তীতে আমাদের একাউন্টে টাকা এসেছে এমন একটি মেসেজ পাই। এরপরেই টাকাগুলো কেউ উঠিয়ে নিয়েছে এমন আরো একটি মেসেজ আমাদের ফোনে আসে।

যদিও এসব অভিযোগের বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা ডাঃ জাকির বলেন, খামারীরা ঘর নির্মাণ কার্যক্রমকে জটিল মনে করে আমাদেরকে ঘর নির্মাণের কথা জানালে আমরা ঠিকাদার নিয়োগ করি।

কিন্তু ডাঃ জাকিরের এই বক্তব্য মিথ্যা আখ্যা দিয়ে খামারীরা অভিযোগ করে বলেন, আমাদের সাথে এমন কোন আলোচনাই করেননি ডাঃ জাকির বরং আমরা নিজেরাই নকশা চেয়ে ঘর নির্মাণের কথা জানালে তিনি আমাদেরকে বিভ্রান্ত করে নিজেই ঘর নির্মাণ কার্যক্রম পরিচালনার কথা জানান।

এদিকে ডাঃ জাকির বলেন, নিয়মানুযায়ী ঠিকাদার বা খামারীরা নিজেদের অর্থ ব্যয় করে ঘর নির্মাণ সম্পন্ন করার পর একটি পর্যবেক্ষণ শেষে সবকিছু ঠিকঠাক থাকলে সরকারি বরাদ্ধকৃত অর্থ তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে পাবেন।

তবে এই নিয়ম না মেনে কিভাবে ঘর নির্মাণের আগেই ডাঃ জাকিরের নিয়োগকৃত ঠিকাদাররা অগ্রিম টাকা হাতে পেলো সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।

ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিনের সমন্বয়ে ঠিকাদার নির্বাচন করা হয়েছে বলে জানান।

এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিনের কাছে জানতে চাইলে মুখে কুলুপ এঁটে বিষয়টি এড়িয়ে যান তিনি।

অপরদিকে মতলব দক্ষিণে ঘর নির্মাণের দায়িত্ব পাওয়া উপজেলার পৌর এলাকার অন্তর্গত উত্তর নলুয়ার বাসিন্দা কথিত ঠিকাদার কাসেম আলী দেওয়ান মুঠোফোনে জানান, তাকে ঘর তৈরীর জন্য নির্দেশ দেন ডা. জাকির। ঘর নির্মাণ বাবদ অগ্রীম টাকাও দেয়া হয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক মতলব উত্তরে এসব ঘর নির্মাণ বাবদ একজন কথিত ঠিকাদার অগ্রিম ৪ লাখ টাকা এবং অপর একজন ২ লাখ টাকা ডাঃ জাকির হোসাইনের মাধ্যমে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

বরাদ্ধকৃত ছাগল ও মুরগী পালনের ঘর নির্মাণ কার্যক্রম প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রকল্পটির চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইন্সটিটিউট থেকে আমরা একটি নকশা দিয়েছি। সে অনুযায়ী খামারীরা যেকোন মাধ্যমে এটি নির্মাণ করবেন এবং পুরো কার্যক্রমটি তদারকি করার জন্য আমাদের লোকজন নিয়োগ করা হয়েছে। ঠিকাদার নিয়োগের বিষয়ে তিনি বলেন, কোন টেন্ডার প্রক্রিয়া যেহেতু করা হয়নি সুতরাং ঠিকাদার নিয়োগের কোন নির্দেশ দেয়া হয়নি। খামারীরা স্থানীয় কারিগর দিয়ে নকশা মেনে ঘর নির্মাণ করতে পারবেন।

তবে খামারীদের ঘর নির্মাণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মনিটরিং অফিসার মাহমুদুল হাসান জানান, ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর তদারকির দায়িত্ব আমার। নিয়মানুযায়ী ঘর নির্মাণ নকশা মেনে তৈরী হওয়ার পর অর্থ ছাড়ের বিষয়টি সব শেষে প্রক্রিয়া করা হয়। তবে কি কারণে এবং কিভাবে অর্থ ছাড় আগে করা হলো সেটি আমার জানা নেই।


আরও খবর



যেভাবে অপহরণের ৪৮ ঘণ্টা কেটেছে ব্যাংক ম্যানেজারের

প্রকাশিত:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

বান্দরবানের রুমা থেকে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন রাসেলকে উদ্ধার করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৭টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে। নেজামকে এরইমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যা‌বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

র‌্যাব এবং অপহৃত ম্যানেজার নেজামের দেওয়া তথ্য থেকে জানা যায়, ম্যানেজার নেজাম চাবি দিতে অস্বীকৃতি জানালে, সন্ত্রাসীরা ভোল্ট ভাঙতে চেষ্টা করে। ম্যানেজার তাদের জানায়, ভল্টে আঘাত করলে সেন্সরের মাধ্যমে তাৎক্ষণিক বিষয়টি সোনালী ব্যাংকের হেড অফিস জেনে যাবে। তখন তারা ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায় এবং পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর তার চোখ বেঁধে ফেলে।

দুই থেকে আড়াই ঘণ্টা তাকে পাহাড়ের ঝিরিপথে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী ছিল বলে র‍্যাবকে জানান নেজাম উদ্দীন। একপর্যায়ে সন্ত্রাসীরা তার চোখের বাঁধন খুলে দেয় এবং অন্ধকারে চলার জন্য তার হাতে একটি বাটন মোবাইল সেট ধরিয়ে দেয়। এভাবে প্রথম রাত কেটে যায়।

অপহরণের দ্বিতীয় দিন সকাল সাড়ে ৭টার দিকে ম্যানেজারকে নাস্তা খেতে দেওয়া হয় এবং পায়ে হাঁটিয়ে পাহাড়ি ঝিরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমান ৩০-৩৫ জনের একটি দল ম্যানেজারকে কলা পাতায় করে গরম ভাত, ডাল ও ডিম ভাজি দিয়ে খেতে দেয়। সেখান থেকে হাঁটিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। নতুন অবস্থানে ম্যানেজারকে ১৫-২০ মিনিট বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়। সন্ধ্যা ৭ পর্যন্ত সেখানেই তাকে রাখা হয়। রাতে ম্যানেজারকে ডাল ও ডিম ভাজি দিয়ে সদ্য রান্না করা ভাত খেতে দেয়।

অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন সূত্রে জানা গেছে, অপহরণকারীরা নিজেদের মধ্যে বম ভাষায় কথা বললেও ম্যানেজারের সাথে কথা বলার সময় তারা শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করতো।

সূত্র জানায়, ২-৩ জন সশস্ত্র সন্ত্রাসী নেজামকে সবসময় ঘিরে রাখতো। এছাড়া ১২-১৩ জনের একটি গ্রুপ তার আশেপাশে অবস্থান করতো। দ্বিতীয় দিন বুধবার রাত ৮ টার দিকে একটি মাচাং ঘরে (টং ঘর) কড়া সশস্ত্র প্রহরায় ম্যানেজারের রাতে ঘুমানোর ব্যবস্থা করা হয়। অপহরণের পর সন্ত্রাসীরা ম্যানেজার নেজামকে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয় এবং তিনি যেন প্রশাসনিক বা আইনি সহায়তা না নেন, সে বিষয়ে পরিবারকে সতর্ক করা হয়।

পরিবারের সাথে অপহৃত ব্যাংক ম্যানেজারের ফোন কলের সূত্র ধরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে র‌্যাব তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর শুরু হয় সন্ত্রাসীদের সাথে র‌্যাবের যোগাযোগ।

এদিকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে ব্যাংক ম্যানেজারের স্ত্রী মাইসুরা ইসফাত এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা রুমা উপজেলায় অবস্থান করছিলেন। ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের পর ব্যাংক ম্যানেজারের সাথে তাদেরকেও র‌্যাবের একটি গাড়িতে চড়িয়ে রাত সোয়া ৯টার দিকে আসা হয় বান্দরবান জেলা সদরের মেঘলা এলাকায় অবস্থিত র‌্যাব ১৫ কার্যালয়ে।


আরও খবর



ইসরায়েলে গাড়ি চাপায় পাঁচ বিক্ষোভকারী আহত

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইসরায়েলের তেল আবিবে বিক্ষোভের কেন্দ্রস্থলের কাছে একটি গাড়ি চাপায় পাঁচ বিক্ষোভকারী আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, জরুরি মেডিকেল টিম আহতদের ইচিলভ হাসপাতালে সরিয়ে নিয়েছে এবং একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংবাদমাধ্যম ওয়ালার হয়ে কাজ করা সাংবাদিক উরি সেলার পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছে ইসরায়েলি নাগরিকরা।

খবর অনুসারে, জেরুজালেমে বিক্ষোভকারীরা জিম্মি চুক্তির দাবি জানাচ্ছে। তারা বলছে, বন্দীরা কেবল চুক্তির মাধ্যমেই ফিরে আসবে, যুদ্ধের মাধ্যমে নয়।


আরও খবর



৮ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মোজাম্মেল হক

প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ইতিমধ্যে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এছাড়া কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট তথ্য দিতে পারে তাহলে সেই মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হবে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।

মুজিবনগরের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মুজিবনগরকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধের স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে।

এদিকে সকাল সাড়ে ৯টায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীপরিষদের সদস্যরা।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দীন নাছিম, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এর পরে আম্রকাননে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনছার, বিএনসিসি ও ছাত্রছাত্রীদের একাধিক দল কুজকাওয়াজ প্রদর্শন করে। আজ সকাল ১০টায় শেখ হাসিনা মঞ্চে শুরু হয় বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভা।


আরও খবর



পাঁচ জেলায় কালবৈশাখীর তাণ্ডব, নিহত ১০

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

দেশের দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ১০ জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন এবং দুইজন নিখোঁজ রয়েছেন। এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি।

রোববার (৭ এপ্রিল) দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঘূর্ণিঝড়ে এ তাণ্ডবলীলা ঘটে। ভোলার মনপুরা ও লালমোহন, পিরোজপুর, বাউফল, বাগেরহাট ও ঝালকাঠিতে এ ঘূর্ণিঝড় বয়ে যায়।

পিরোজপুর: পিরোজপুরে সকাল পৌনে ১০টার দিকে ঝড় শুরু হয়। এ ঝড়ে গাছচাপায় এক নারী ও ঝড়ে উড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। জেলার ওপর দিয়ে ১৫ মিনিট ঝড়ো গতিতে বাতাস বয়ে যায়। এতে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত গাছ উপরে পড়ে কয়েকশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পৌরসভার প্রায় সব সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ভোলা: ভোলার মনপুরা ও লালমোহনে দুপুরের দিকে আকস্মিক ঝড় শুরু হয়। এতে দুই শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় নিজ ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতেও একজন মারা গেছেন। মনপুরার দুপুর ১২টা দিকে হওয় ঝড়ের তাণ্ডবে দাসের এলাকায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা গেলেও ট্রলারটির খোঁজ পাওয়া যায়নি। 

বাউফল: বাউফলে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ৩৫ মিনিট স্থায়ী ঝড়ে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এদিকে বাউফলে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ ঝড় হয়েছে। এতে তেতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বাগেরহাট: বাগেরহাটে ঝড়ের তাণ্ডবে গাছ ও বিলবোর্ড পড়ে একজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল ৯টা ৪০ থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত চলা ঝড়ে অন্তত দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঝালকাঠি: ঝালকাঠির দুই উপজেলায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরহাট, পোনাবালিয়া ইউনিয়ন এবং কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিউজ ট্যাগ: কালবৈশাখী ঝড়

আরও খবর



গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল আমেরিকা

প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে গাজার উপকূলে নির্মাণ শুরু করা অস্থায়ী সামুদ্রিক বন্দরের প্রথম ছবি প্রকাশ করেছে। মে মাসের শুরুতে চালু হলে ছিটমহলে মানবিক সহায়তার প্রবাহ দ্রুত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

এর আগে, সাহায্য কর্মকর্তারা গাজার ওভারল্যান্ড রুটে ত্রাণ সরবরাহ সহজ করার জন্য ইসরাইলকে অনুরোধ করেছিলেন।

বন্দরটি গাজা শহরের ঠিক দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। যুদ্ধের সময় গাজাকে দ্বিখণ্ডিত করতে ইসরাইলি সামরিক বাহিনী নির্মিত রাস্তার সামান্য উত্তরে এটি।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার রয়টার্সকে জানান, বন্দরটি নির্মাণের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩২০ মিলিয়ন মার্কিন ডলার। যা চলতি বছরের শুরুর দিকের প্রাথমিক অনুমানের দ্বিগুণ।


আরও খবর