আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

ঘাটে ফিরেছে নিখোঁজ ৮ ট্রলার : সন্ধান মেলেনি ৭ জেলের

প্রকাশিত:সোমবার ২২ আগস্ট 20২২ | হালনাগাদ:সোমবার ২২ আগস্ট 20২২ | ১৩৩০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি:

উৎকন্ঠা আর দুশ্চিন্তার ৪৮ ঘন্টা পরে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে শতাধিক জেলেসহ হারিয়ে যাওয়া ৯টি ট্রলারের ৮টির সন্ধান মিলেছে। তবে ০৭ জন জেলে সহ এখনো নিখোঁজ অপর একটি ট্রলার। গত শুক্রবার সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শতাধিক জেলেসহ নিখোঁজ হয় ৯টি ট্রলার।

রবিবার বিকেল পর্যন্ত ৮টি ট্রলার ও এর জেলেদের সুন্দরবন, মোংলা বন্দর ও কুয়াকাটা সামুদ্রিক এলাকাসহ এর আশপাশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড়ের মুখে শুক্রবার দুপুর থেকে বঙ্গোপসাগরে শতাধিক মাঝিমাল্লা সহ একে একে নিখোঁজ হয় রাঙ্গাবালীর ৯টি ট্রলার। পরদিন শনিবার বিকেল পর্যন্ত একটি ট্রলারের সন্ধান পাওয়া গেলেও বাকিগুলোর হদিস পাওয়া যাচ্ছিলো না। পরে শনিবার রাত থেকে আবহাওয়া কিছুটা নিয়ন্ত্রণে এলে নিখোঁজ এসব জেলেদের উদ্ধারে নামে স্থানীয় জেলে ও কোস্টগার্ড। ঐদিন রাতেই আরো ২টি ট্রলার উদ্ধারের পর রবিবার বিকেল পর্যন্ত মোট ৮টি ট্রলার বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিভিন্ন স্থানে নিরাপদে ফিরেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে, এখনো ০৭ জেলেসহ সন্ধান মেলেনি রাঙ্গাবালীর কোড়ালিয়া গ্রামের নিপু হাওলাদারের মালীকানাধীন ট্রলারটি। এ বিষয়ে ট্রলার মালিক নিপু বলেন, ঝড়ের সময়ে ট্রলারটিতে মাঝিসহ মোট ১২ জন অবস্থান করছিলো, প্রবল ঝড়ে ভয় পেয়ে ৫ জন জেলে ঝাপ দেয় সমুদ্রে। পরে সৌভাগ্যক্রমে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় তাদের উদ্ধার করে ঘাটে ফিরে আসে। বাকি ০৭ জন জেলে ও ট্রলারটির ভাগ্যে কি ঘটেছে তা এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি।

এদিকে কোস্ট গার্ডের রাঙ্গাবালীর আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার মোঃ লোকমান হাকিম বলেন, কোস্ট গার্ডে ও স্থানীয় অধিবাসীদের সহায়তায় এখনো পর্যন্ত ৮টি ট্রলার উদ্ধার হয়েছে, নিখোজ অপর ট্রলারের সন্ধানে তাদের উদ্ধার তৎপরতা চলমান আছে।


আরও খবর