
গাজীপুর মহানগরের পূবাইলের বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাক
শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল
সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিলন মিয়া (১৯) ও ঝর্ণা আক্তার (২২)। নিহত মিলন মিয়া
স্থানীয় প্রাইম সোয়েটার লিমিটেড নামক পোশাক কারখানায় সহকারী অপারেটর হিসেবে এবং
ঝর্ণা আক্তার শ্রমিক হিসেবে চাকরি করতেন।
প্রাইম সোয়েটার লিমিটেডের এডমিন মাহবুবর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত
করেছেন।
মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের
ছেলে এবং ঝর্ণা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে।
তারা দুজনই পূবাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান,
মঙ্গলবার দুপুরে বসুগাঁও এলাকায় তারা রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা
পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।