আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

Image

নানা আয়োজনে গাজীপুরে ও পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে সূর্যদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয়। শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদ, শিল্প পুলিশ, জেলা মহিলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ করা হয়।

পরে শহীদ বরকত স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।


আরও খবর