
গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও নিজেদের প্রয়োজন মিটিয়ে আর্থিকভাবে লাভবান হতে গাইবান্ধার বিভিন্ন এলাকার কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে।
গত কয়েক বছর পূর্বে নায্য দাম না পাওয়ায় কৃষক সরিষা চাষে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন।
কিন্তু গত তিন বছর ধরে ভোজ্য তেলের দাম ক্রমশবৃদ্ধি পাওয়ায় কৃষক পুনরায় সরিষা চাষে কৃষক অধিক মনোযোগী হয়েছেন।
গত ২ বছরে গাইবান্ধা জেলায় সরিষা চাষের পরিমাণ বেড়েছে প্রায় ৫০০০ হেক্টর জমি। গাইবান্ধা বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন।
কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার আলমগীর হোসেন মন্ডল বলেন, বর্তমানে সরিষা চাষে উৎসাহিত করতে কৃষকদের প্রণোদনা প্রদান,বাজারে সরিষার ভালো মূল্য পাওয়া, নতুন নতুন উন্নত জাতের সরিষা উদ্ভাবনের ফলে ফলন বৃদ্ধি এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারণে কৃষকরা সরিষা চাষে পুনরায় আগ্রহী হয়ে উঠেছেন।
সরিষা উত্তোলন করেই তাঁরা ঐ জমিতে বোরো চাষ করতে পারছেন। ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণে সরিষার দামও বৃদ্ধি পেয়েছে।
কৃষি বিভাগের সূত্রমতে চলতি ২০২২-২০২৩ রবি মওসুমে গাইবান্ধা জেলায় মোট ১৫০০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। গাইবান্ধা জেলায় ২০২১-২০২২ মওসুমে ১০১১৫ হেক্টর জমিতে ১৪৬৬৭ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছিল।
গতবছরের তুলনায় এই বছরে সরিষার মূল্য বেশি হওয়ায় অধিক মুনাফা লাভের জন্য সরিষা চাষে উৎসাহি হয়েছেন কৃষক।
উল্লেখিত পরিমাণ এই বছর ১৫০০০ হেক্টর জমি থেকে সম্ভাব্য ২২৯৫০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।
গাইবান্ধা সদর উপজেলার কৃষক বাবু জানান, এ বছর আবহাওয়া সরিষা চাষের অনুকূলে, তাই সরিষার ভালো ফলন হবে মনে হয়। সরিষা তেলের দাম বৃদ্ধি হওয়ায় সরিষার দামও বৃদ্ধি পেয়েছে। দাম বেশি পাওয়ায় কৃষক লাভবান হওয়ায় কৃষক উৎসাহী হয়ে সরিষা চাষে মন দিয়েছেন।