
নেত্রকোনার কলমাকান্দা
উপজেলায় মাঠের ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু
হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসিপাড়ায়
এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ নূরুল
ইসলাম ওই ইউনিয়নের সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।
কলমাকান্দা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, দিনগত রাতে হঠাৎ ভারতের বেদগড়া থেকে
কৃষকদের ফসলের খেতে আসে একদল বন্যহাতি। আট/নয়জন গ্রামবাসী বন্যহাতি তাড়াতে মাঠে যান।
এসময় বন্যহাতি গ্রামবাসীদের তাড়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বন্যহাতি নুরুলকে
শুঁড়ে আটকে আছার মারে।
এ ঘটনার পর নুরুলকে
উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।