
ফ্রান্সের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন তারকা
ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আজ (মঙ্গলবার) ইএসপিএন ফুটবলের এক প্রতিবেদনে দাবি করা হয়,
২০২৪ সালের ইউরো কোয়ালিফাইয়ের আগে এমবাপেকে ফ্রান্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন
কোচ দিদিয়ের দেশম। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো।
কিলিয়ান এমবাপ্পের বয়সটা মাত্র ২৪। তাতে
কি! এরই মধ্যে নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বকাপ জয়ের তকমা। সেই সঙ্গে সবশেষ কাতার বিশ্বকাপের
ফাইনালে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হলেও গোল্ডেন বুট জিতে নিয়েছেন ঠিকই। এবার ফ্রান্স
দলের গুরুদায়িত্বও উঠতে যাচ্ছে এমবাপ্পের কাঁধে।
হুগো লরিসের পর ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক
হিসেবে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানের নাম। তবে মাত্র
২৯ বছর বয়সেই আকস্মিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ভারানে। এছাড়া বিশ্বকাপের
পর একই পথে হেঁটেছেন করিম বেনজেমাও। গুঞ্জন রয়েছে, কোচের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলকে
গুডবাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এ তারকা।
বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসের পর সম্ভাব্য
অধিনায়ক হিসেবে নতুন করে আলোচনা চলছিল এমবাপ্পেকে নিয়ে। জানা যায়, বয়সের মাপকাঠিতে
এখনও কিছুটা পিছিয়ে থাকলেও সিনিয়রদের মধ্যে একে একে সবাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়
বলায় এমবাপের হাতেই শোভা পাবে অধিনায়কত্বের আর্মব্যান্ড।
এর আগে এমবাপ্পের অধিনাকত্বের ইঙ্গিত দিয়ে
দেশম বলেছিলেন, এমবাপ্পের অধিনায়কত্ব করা ম্যাচটা আমি দেখেছি। ক্লাবে কিলিয়ান আর অন্য
ফুটবলারদের অবস্থান এক নয়। জাতীয় দলে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবের পন্থা আমি
অনুসরণ করব না। আর অন্য সব গুণের সঙ্গে যদি কিলিয়ানের সবার সঙ্গে যোগাযোগ করার যোগ্যতাটা
থাকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে।