আজঃ শনিবার ০৩ জুন ২০২৩
শিরোনাম

ফিরেছেন ক্যামেরন ডিয়াজ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

দারুণভাবে ফিরেছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। নেটফ্লিক্সের ছবি ব্যাক ইন অ্যাকশন দিয়ে তার দীর্ঘদিনের বিরতির ইতি টানলেন। ছবিতে ক্যামেরনের সঙ্গী আরেক দুর্দান্ত অভিনেতা জেমি ফক্স। পিপল সাময়িকীকে একটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে লন্ডনে ছবির শুটিং করছেন ক্যামেরন। লন্ডনে আসার আগে তিনি বেশ স্নায়ুচাপে ভোগেন। তবে অভিনয়ে ফেরার ব্যাপার নিয়ে ছিলেন দারুণভাবে উচ্ছ্বসিত। শুধু একা নন, স্বামী বেনজি ম্যাডেনসহ একেবারে পরিবারের সবাই আছেন যুক্তরাজ্যের রাজধানীতে।

ক্যামেরনের কাছের একটি সূত্র জানিয়েছে, অভিনয়ে ফিরতে পারা তার কাছে দারুণ লাগছে। ক্যামেরন খুবই এনজয় করছেন এটি। তারা রাতে অনেক দৃশ্যের শুটিং করেছেন। তার পরিবার তার সঙ্গে ছিল। ক্যামেরন অভিনেতা জেমি ফক্সের সঙ্গে কাজ করতে দারুণ পছন্দ করেছেন। প্রত্যেকেই তার সঙ্গে কাজ করতে ভালোবাসে। তারা দুজনই শেষ চেষ্টা দিয়ে কাজ করতে পছন্দ করেন। কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ করেন না। সেটে ক্যামেরনকে লাগছিল পরীর মতো। এতদিন পরে অভিনয়ে ফিরে ছিলেন একদম ফুরফুরে মেজাজে।

২০১৪ সালে অ্যানি রিমেক করার পরে বিরতি নেন ক্যামেরন ডিয়াজ। এই অভিনেত্রী জানিয়েছিলেন, তার নতুন জীবন তিনি ভালোই উপভোগ করছেন। মাতৃত্বকে তিনি নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। তিনি মাতৃত্বের কথা বলতে গিয়ে বলেছিলেন, আমি জীবনের সবচেয়ে সুন্দর সময়টি কাটাচ্ছি। এই হলিউড অভিনেত্রী যে শুধু মাতৃত্ব নিয়েই থেকেছেন তা নয়। এই সময়ে নানা ধরনের ব্যবসাও সামলিয়েছেন তিনি। সমালোচকরা তাকে যা-ই বলুক না কেন, সেদিকে একদমই কান দেননি।

সে যাই হোক, ক্যামেরন ডায়াজ ফিরেছেন, এটাই বড় কথা তার দর্শকের কাছে। কারণ ২০১৪ থেকে ২০২৩ সময়টা কম না। একেবারে ৯ বছর পরে ফিরছেন এক সময়ের ডাকসাইটের এ নায়িকা।


আরও খবর