আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ১৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৯ আগস্ট ২০২২ | ১১২৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুদের টাকা দিয়েও প্রতারণার শিকার ফয়সাল আহমেদ সৌরভ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ফয়সাল আহমেদ ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। নিজের ফেসবুক আইডিতে সুদের ব্যবসায়ীদের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পর তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন ফয়সাল। এতে লেখেন, আমি গলায় দরি (দড়ি) দিমাল তোই রফিকের লাগি। তোই আমারে কাবু করিয়া লাষ বানাইলি, তোই ভাল থাক বেইমান। সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে, তিন লক্ষ টাকা সুদ দিয়েও সারে (সাড়ে) তিন লক্ষ এখনও পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম, ভাল থাক আমার পরিবার মা ফাইজা আমায় ক্ষমা করো মা-বাবা, ভাই বোন তোমারা ক্ষমা করিও। বউ তোমাকে কিছু বলার নাই ইতি এক কাপুরুষ!

স্থানীয়রা জানান, ফেসবুক স্ট্যাটাসের পর তাকে খুঁজতে থাকেন স্বজন ও এলাকাবাসী। ঘণ্টাখানেক পরে পাতারি গ্রামের এক ফাঁকা রাস্তায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। সেখান থেকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হাক্কানি বলেন, ঘটনাটি শুনেছি। বিশম্ভরপুর এলাকায় মৃত্যুর কারণে সুরতহাল করবে ওই থানা। পরে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর