আজঃ বৃহস্পতিবার ০২ মে 2০২4
শিরোনাম

ফের মহাসচিব ইবির মীর মোঃ মোর্শেদুর রহমান

প্রকাশিত:বুধবার ০৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ০৭ এপ্রিল ২০২১ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ইবি প্রতিনিধি :

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি পদে মোঃ আমিরুল ইসলাম ও মহা-সচিব পদে মীর মোঃ মোর্শেদুর রহমানকে পুনরায় নির্বাচিত করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সংগঠন "বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ২০২১-২০২২ মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

বিগত কমিটির মেয়াদ পূর্তিতে গত ২০ মার্চ ২০২১ শনিবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ফেডারেশনের উপদেষ্টা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব মো. মাসুদুর রহমান কে প্রধান নির্বাচন কমিশনার, জনাব মোহাম্মদ  নাজমুল হক ও রাধেশ্যাম কে নির্বাচন কমিশনার করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও ত্রিশের অধিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিসহ  সাধারণ সভায় উপস্থিত ৮০ জনের অধিক কর্মকর্তার মতামতের ভিত্তিতে সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন সভাপতি ও মহাসচিব পদে প্রার্থী হিসেবে নাম প্রস্তাবের আহ্বান জানালে সভাপতি পদে সদ্য সাবেক সভাপতি জনাব মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব পদে সদ্য সাবেক মহাসচিব জনাব মীর মো. মুর্শেদুর রহমান এর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। সভাপতি এবং মহাসচিব পদে আর কোন প্রার্থী আছেন কিনা আলাদাভাবে পর পর তিন বার ঘোষণা করার পরেও আর কোন প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন "বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ২০২১-২০২২ মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী কমিটি" এর সভাপতি পদে জনাব মো. আমিরুল ইসলাম (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং মহাসচিব পদে জনাব মীর মো. মুর্শেদুর রহমান (সাধারণ  সম্পাদক, কর্মকর্তা সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ) কে বিজয়ী ঘোষণা করেন। উপস্থিত সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব কে আন্তরিক অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি এবং মহাসচিব এর সঙ্গে পরামর্শ করে আগামী ১৫ (পনের)  দিনের মধ্যে একটি প্রতিনিধিত্বশীল পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

গত ০৩ এপ্রিল ২০২১ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে দেশের ৩৫ এর অধিক বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তার উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জনাব মো. মাসুদুর রহমান এর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ফেডারেশনের ২০২১-২০২২ মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন,  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ), সহসভাপতি পদে- ১. প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম (সাবেক সভাপতি, অফিসার্স এসোসিয়েশন,  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ২. প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন,  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা), ৩. মোহাম্মদ হামিদ হাসান নোমানী (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ৪. মো. আবু হাসান (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), ৫. মো. খাইরুল আলম নান্নু (সভাপতি, অফিসার পরিষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ), ৬. এম তাজিম উদ্দিন (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন,  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট), ৭. তারেক মো. রাশেদ উদ্দিন (সাবেক সভাপতি, অফিসার সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী),  যুগ্ম-মহাসচিব পদে- ১. মো. নজরুল ইসলাম হীরা (সাবেক সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ), ২. ......  রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩. মো. রফিকুল ইসলাম (সাবেক সভাপতি, অফিসার সমিতি,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা), ৪. ডাঃ আইরিন সুলতানা (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল  বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ৫. মো. আলতাফ হোসেন (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা), সাংগঠনিক সম্পাদক পদে- ১. সাখাওয়াত হোসেন (সভাপতি, অফিসার সমিতি,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী),  ২. ডাঃ ফখর উদ্দিন (সাধারণ সম্পাদক, অফিসার পরিষদ,  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট), ৩. এ এম শাহাদাত হোছাইন জুয়েল (সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল  বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ৪. মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়, ঢাকা), ৫. বাহাউদ্দিন গোলাপ (সভাপতি , অফিসার্স এসোসিয়েশন, বরিশাল  বিশ্ববিদ্যালয়, বরিশাল ), ৬. মো. আসাদুজ্জামান আসাদ (সাধারণ সম্পাদক, অফিসার পরিষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ), ৭. মো. মোর্শেদ উল আলম রনি (সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন,  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ), ৮.....,  কোষাধ্যক্ষ পদে মো. কামাল হোসেন সরকার (সভাপতি, অফিসার সমিতি,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. শামীম হোসেন খান (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, ইসলামী আরবী  বিশ্ববিদ্যালয়, ঢাকা), দপ্তর সম্পাদক পদে মো. জসিম উদ্দিন বাদল (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি,  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন  (সভাপতি, অফিসার সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে  আবু মোহাম্মদ আরিফ (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম), আইন সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল (সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট), মহিলা বিষয়ক সম্পাদক পদে জিনাত আমান (সভাপতি,  অফিসার সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোর্টবাড়ী, কুমিল্লা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দিলীপ কুমার ঘোষ (সভাপতি,  অফিসার্স এসোসিয়েশন, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী) কে নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়াও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক (যদি ফেডারেশনের কর্মকর্তা হিসেবে নির্বাচিত না হন) পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পরিগনিত হবেন। যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত কর্মকর্তা পরিষদ নাই, সে সকল বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের নির্বাহী কমিটির অনুমোদনক্রমে অনূর্ধ দুই জন এবং অন্যূন একজন সদস্য মনোনয়ন দেয়া হবে।

ফেডারেশনের উপদেষ্টামন্ডলীতে আছেনঃ

১. মো. মাসুদুর রহমান, সাবেক সভাপতি,  অফিসার্স সমিতি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

২. শেখ মুজিবুর রহমান, সভাপতি, অফিসার্স কল্যাণ পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।

৩. মো. মোক্তাদির হোসেন রাহী, সভাপতি, অফিসার্স সমিতি, রাজশাহী  বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

৪. চৌধুরী এম সাইফুল ইসলাম, সভাপতি, অফিসার সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।

৫. রশিদুল হায়দার জাবেদ, সভাপতি, অফিসার সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

৬. ড. মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।

৭. এস এম গোলাম হায়দার, পরীক্ষা নিয়ন্ত্রক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

আনন্দঘন পরিবেশে কমিটি ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি মহোদয় সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং সুন্দর প্রতিনিধিত্বশীল একটি কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফেডারেশনের মহাসচিব সহ প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অফিসারদের কল্যাণার্থে ফেডারেশনের কার্যক্রম চালিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ফেডারেশনের মহাসচিব অফিসারদের আট দফা দাবি নিয়ে প্রেস ব্রিফিং করেন এবং সংবাদ মাধ্যমে প্রকাশের নিমিত্ত কমিটির কপি সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন।

দাবিসমূহ হচ্ছেঃ

১. কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল পুননির্ধারণ (শাখা কর্মকর্তা/সমমান ২৩০০০/-, সহকারী রেজিস্ট্রার/চীফ টেকনিক্যাল অফিসার/সমমান ৩৫,৫০০/- নির্বাহী প্রকৌশলী/সমমান ৪৩০০০/-, উপ-রেজিস্ট্রার/সমমান ৫০০০০/-, অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান ৫৬৫০০/- এবং রেজিস্ট্রার/সমমান ৬৬০০০/-);

২. দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন করা;

৩. সকল দপ্তর প্রধানসহ নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করা;

৪. শিক্ষকদের ন্যায় কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণ;

৫. সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট সভায় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংবিধিবদ্ধ কমিটি সিন্ডিকেট, সিনেট ও রিজেন্ড বোর্ডে কর্মকর্তা প্রতিনিধি নিশ্চিতকরণ;

৬. সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে ৪% সরল সুদে কর্পোরেট ঋণ প্রদান;

৭. কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলককরণ এবং নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং

৮. কর্মকর্তাদের অতীত চাকরিকালের অভিজ্ঞতা গণনা সুষমকরণ ও বাস্তবায়ন।

এরপর বিকাল ৪ টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব-গঠিত কমিটির পক্ষ থেকে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওইদিন সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ জনাব হাফিজুর রহমান লিকু মহোদয়ের সঙ্গে  "বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নবগঠিত কমিটি" সৌজন্য সাক্ষাৎ করে। এই সময় জতির জনকের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে "বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের" নবগঠিত কমিটি'র বিষয়টি অবহিত করার জন্য নেতৃবৃন্দ তাঁকে অনুরোধ জানান।  "বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের" নবগঠিত কমিটি এবং অফিসারদের দাবি দাওয়ার বিষয়ে সুবিধাজনক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে তিনি আশ্বাস দেন।


আরও খবর



দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৪২.৬ ডিগ্রি

প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০24 | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০24 | অনলাইন সংস্করণ
যশোর প্রতিনিধি

Image

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার বিকেলে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ।

শনিবার গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চুয়াডাঙ্গায় শনিবার বিকেল তিনটায় তাপমাত্রা উঠেছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াসে। চলমান মৌসুমের এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা এটি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান এই তথ্য জানান।

চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। সকাল থেকেই রোদের তাপ ও ভ্যাপসা গরম। জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। তীব্র রোদের তাপে মানুষ বাইরে আসতে পারছেন না। সকাল ৯টার পর থেকে রোদের তাপ অসহনীয় হয়ে উঠেছে।


আরও খবর



ভোলায় ঘূর্ণিঝড়ে নিহত ২, শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

Image

ভোলা জেলার লালমোহন, মনপুরা ও তজুমদ্দিন উপজেলায়  আজ সকালে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক বাড়ি-ঘর, গাছপালা, বিদ্যুৎ লাইন, মাঠের ফসল  ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ আকস্মিক ঝড়ে লালমোহন উপজেলায় ঘর চাপা পড়ে হারিস (৬৮) ও বজ্রপাতে বাচ্চু (৪০) নিহত হন।

নিহত দুজনের পরিবারকে সরকারিভাবে ২৫ হাজার করে  মোট ৫০ হাজার টাকা প্রদান করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আজকের ঝড়ে লালমোহন উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বদরপুর ইউনিয়নে হারিস ঘর চাপা পড়ে মারা গেছেন। তার বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নে। তিনি ভিক্ষা করতেন। এছাড়া  চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে বজ্রপাতে বাচ্চু নামে একজন নিহত হয়েছেন।

তিনি জানান, লালমোহন উপজেলায় বেশ কিছু বাড়িঘর আংশিক ও সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঝড়ে লালমোহন উপজেলায় নিহত দুজনের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হবে। প্রাথমিকভাবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রচুর গাছপালার ক্ষতি হয়েছে। বিশেষ করে তজুমদ্দিন, মনপুরা ও লালমোহন উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান,  ইতোমধ্যে প্রাথমিকভাবে লালমোহন উপজেলায় ৮ মেট্রিক টন চাল, মনপুরায় ৫ মেট্রিক টন চাল ও তজুমদ্দিনে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ চলছে।


আরও খবর



কেএনএফ সন্দেহে গ্রেপ্তার ৫২ জন দুই দিনের রিমান্ডে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
বান্দরবান প্রতিনিধি

Image

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত কেএনএফ সন্দেহে আটক ৫২ জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুটি মামলায় তাদের রিমান্ডে পাঠানো হয়। এর মধ্যে লাল নুন বমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত (আমলি আদালত) এ আদেশ দেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড দেন।

কোট পুলিশ পরিদর্শক ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন, চেওচির বম, ভান লাল দিক বম, সাইরাজ বম, রুয়াল কামলিয়ান বম, গিলবার্ট বম, লাল রাম তিয়াম বম, লিয়ান নোয়াই থাং বম, নল থন বম, পেনাল বম, লাল মুন লিয়ান বম, জাসোয়া বম, জৌনুন বম, ভান লাল সম বম, লাল ধাম লিয়ান বম, রেন থন বম, সাপ লিয়ান থাং বম, লমজুয়েল বম, পাসুম বম, লাল বাউ খম বম, ভান রোয়াত ময় বম, লাল রুইয়াই বম, লাল দিন থার বম, লাল রৌয়াত লন বন, লাল ফ্লেং কিং বম, রৌসাং লিয়ান বম, লাল থাং পুই বম, ভারৌ সাং বম, লাল ইমানুয়েল বম পায়েল, লাল রিং সাং বম, মুন থাং লিয়ান বম, জেমস মিল্টন বম, রাম থাং লিয়ান বম, মেলরী বম, জিংরুথং বম, ভান রিম কিম বম, লেরী বম, নেম্পেল বম, লাল তলাহকিম বম, পারঠা জুয়েল বম, লাল নুন কিম বম, লাল নুএং বম, টিনা বম, লাল নুর জির নম, জিং রেম ঙাক বম, আল মন বম, ঙাইন কিম বম, লালসিং পার বম, শিউলি বম, লাল রোবত বম আপেল, লাল লম থার বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের রুমায় ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে  ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

কোট পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, রাষ্ট্রপক্ষের ৫ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ও ৫২ জনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড দেয় আদালত।

এর আগে, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত।


আরও খবর



গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’: হোয়াইট হাউস

প্রকাশিত:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইসরাইলি অবরোধের কারণে ত্রাণবাহিনী ট্রাকের প্রবেশে বাধা ঘনবসতিপূর্ণ ছিটমহলে আরও সাহায্য পাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দক্ষিণ ও মধ্য গাজায় দুর্ভিক্ষের চরম ঝুঁকি রয়েছে। উত্তর গাজায় এর ঝুঁকি ও উপস্থিতি উভয়ই রয়েছে। সম্ভবত অন্তত কিছু অঞ্চলে দুর্ভিক্ষ রয়েছে।

এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। যদিও গাজায় দুর্ভিক্ষ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে এর আগে জানিয়েছে ইউএসএআইডি। শুক্রবার (১২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের গাজায় দুর্ভিক্ষের বিষয়ে মার্কিন মূল্যায়নের ওপর ব্রিফিং করেছেন। এর আগে ইউএসএআইডি প্রধান সামান্থা পাওয়ার বলেন, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মূল্যায়ন করাটা বিশ্বাসযোগ্য

জ্যঁ-পিয়েরে পাওয়ারের মন্তব্য সরাসরি সম্বোধন করেননি। কিন্তু তিনি বারবার বলেছেন, গাজার কিছু অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি আসন্ন। তার এই বক্তব্য পাওয়ারের মূল্যায়নকে লঘু করে দিয়েছে বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, আমরা গাজায় মানবিক সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সাম্প্রতিক দিনগুলোতে গাজায় সাহায্য বহনকারী ট্রাকের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে।

তিনি বলেছেন, আমরা জানি গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ, তাই আমরা অবশ্যই এই ধরনের প্রতিবেদনগুলো নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গাজায় সেই সাহায্য আরও বেশি বেশি করে পাঠাতে আমরা চব্বিশ ঘণ্টা, চব্বিশ ঘণ্টাই কাজ করে যাচ্ছি। গাজায় সাহায্যের প্রবাহ আরও বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে থাকবে

এদিকে গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার (১০ এপ্রিল) আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।


আরও খবর



জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসছে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ হতে যাচ্ছে।

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী ৩০ জুন শেষ হবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু জুন মাসের পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা চিঠি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। যদিও মেয়াদ বৃদ্ধি করার জন্য এনবিআরকে অনুরোধ করে ডিএমটিসিএল। কিন্তু রাজস্ব বোর্ডের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী উন্নত দেশের কাতারে সামিলের লক্ষ্যকে সামনে রেখে দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

ওই উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনে সরকারকে প্রতিনিয়ত অর্থের জোগান দিতে হচ্ছে, যা মূলত আহরিত হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে। দেশীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে সময়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়ে থাকে।

উন্নয়নের বিপুল কর্মযজ্ঞে অর্থের জোগান অব্যাহত রাখাসহ দেশকে এলডিসি থেকে গ্রাজুয়েশন এবং কর-জিডিপি অনুপাতে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন খাতের সক্ষমতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেজন্য বিভিন্ন খাত থেকে কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ কর অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।

এই অবস্থায় মেট্রোরেল সেবার ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত থাকা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষে পুনরায় অব্যাহতি প্রদানে এনবিআর অপারগতা জ্ঞাপন করছে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। যদিও মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারেন।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা ও তিন ফুট উচ্চতার শিশুরা বিনা ভাড়ায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা ১০ থেকে ১৫ শতাংশ ডিসকাউন্টে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেন। কিন্তু, সবার জন্য মেট্রোরেল ও মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস না থাকায় মেট্রোরেলের সেবার ওপর এই মুহূর্তে কোনো ধরনের মূসক বা ভ্যাট প্রযোজ্য ছিল না এতোদিন।


আরও খবর