
ফেনীর পরশুরামের
সলিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের
মৃত্যু হয়েছে। পরশুরাম সলিয়া দিঘীর সামনে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা
ঘটে।
নিহত তাজুল ইসলাম
(২৭) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি
দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির চালক ছিলেন।
স্থানীয়রা আহতদের
উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক মারা যান। আহত
দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়।
আহত অন্য দুজনকে
ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাহেদ মাহমুদ সাদী।