আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

এশিয়া সফরের দল ঘোষণা আর্জেন্টিনার

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

এশিয়া সফরের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে শুক্রবার (২৬ মে) ২৭ সদস‍্যের দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী জুন মাসেই দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই প্রীতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে নিয়মিত বাকি সদস্যদের রেখেই দল ঘোষণা করেছেন স্ক্যালোনি।

দলে সুযোগ পাওয়া বাকিরা হলেন -

এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পাজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকলাস ওটামেন্দি, ফাকুন্দা মেদিনা, লিকলাস ট্যাগলিয়াফিকো, মার্কাস আকুনা, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমেইদা, জিওভান্নি লা সেলসো, লুকাস ওকাম্পস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, জিওভান্নি সিমিওনে, আলেহান্দ্রো গারনাচো, নিকো গঞ্জালেস।


আরও খবর



স্ত্রী-মেয়েসহ সাবেক ডেপুটি গভর্নরের আয়কর নথি জব্দের আদেশ

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরী আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি সিতাংও কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্ত্রী, সন্তানের আয়-বায়ের সঠিকতা এবং তাদের মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না তা যাচাই/পরীক্ষা নিরীক্ষা করার জন্য শুরু থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত সিতাংশু কুমার সুর চৌধুরী, সুপর্ণা সুর চৌধুরী এবং নন্দিতা সুর চৌধুরী আয়কর নথি পর্যালোচনা করা অবশ্যক। তাদের আয়কর নথি আয়কর আইন-২০২৩ এর ৩০৯ (৩) (ক) ধারা অনুযায়ী (কপি সংযুক্ত) জব্দ করার লক্ষ্যে আদালতের আদেশ প্রয়োজন।


আরও খবর



কিশোরগঞ্জে শেখ হাসিনা ও কাদেরের নামে হত্যা মামলা

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

Image

কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি তালিকায় রয়েছে শতাধিক অজ্ঞাত ব্যক্তিও।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন মো. মতিউর রহমান নামের এক ব্যক্তি।

মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হয় ছাত্র-জনতা। এ সময়, মিছিলের ওপর দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জীবন বাঁচাতে ওই এলাকার আশফাকুল ইসলাম টিটুর বাড়িতে আশ্রয় নেন বেশ কয়েকজন। কিন্তু ওই বাড়িতেও আগুন দেয় মামলার কয়েকজন আসামী। আগুনে দগ্ধ হয়ে মারা যান জুলকার হোসাইন ও অঞ্জনা নামের দুইজন।


আরও খবর



এক ওভারে ৩৯ রান, সামোয়া ব্যাটারের বিশ্বরেকর্ড

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন দারিয়ুস ভিসের। সামোয়ার এই ব্যাটার কী করেছেন শুনলে চোখ কপালে উঠে যাবে। যে কীর্তি নেই বিশ্বের সেরা সব ব্যাটারের, সেটিই করে দেখিয়েছেন তিনি। ১ ওভারে নিয়েছেন ৩৯ রান!

ভিসের এই কীর্তি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফ বাছাইপর্ব ইভেন্টে। আজ সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতু পেসার নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬ বলে ৬টি ছয় মারেন তিনি। সেই ওভারে তিনটি নো বল দেন নিপিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে ওভারটিতে ৩৯ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভিসের।

ছেলেদের টি-টোয়েন্টিতে ১ ওভারে এর চেয়ে বেশি রান নিতে পারেননি কেউ। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬ ছয়ে ৩৬ রান নিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যা ইতিহাস হয়ে আছে। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং এ বছর নেপালের দীপেন্দ্র সিং এইরিও ৬ বলে ৩৬ রানের কীর্তি গড়েন। এ ছাড়া ৬ ছক্কা না মারলেও ১ ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে রোহিত শর্মা ও রিংকু সিংয়ের। এ বছরেই এই কীর্তি গড়েন এ দুই ভারতীয় ব্যাটার। একই কীর্তি আছে নিকোলাস পুরানেরও (২০২৪)।

নিপিকোর প্রথম তিন বলে ছয় হাঁকান ভিসের। পরের বল নো হয়। ফ্রি হিট থেকে আবারও ৬ মেরে দলের রান শতকের ঘরে নিয়ে যান তিনি। পঞ্চম বলটি ডট হয়। শেষ বলটিতে আবারও নো বল দিয়ে বসেন নিপিকো। সেই বল করতে গিয়ে আবারও নো বল হওয়ার পাশাপাশি ছয়ও। বৈধভাবে ষষ্ঠ বলটিতে আবার ছয় মারেন ভিসের। শেষ বলটিতে নিপিকো দিয়েছেন ১৪ রান!

ভিসের ম্যাচটিতে ৬২ বলে ৫ চার ও ১৪ ছয়ে করেছেন ১৩২ রান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। যদিও শেষ ৮ বলে ৫ উইকেট হারায় তারা। ওপেনিংয়ে নেমে ১ ওভারে ৩৯ রান দেওয়াটা পুষিয়ে দিতে চেষ্টা করেছিলেন নিপিকো। তবে ফেরেন ২৫ বলে ৭৩ রান করে। লক্ষ্য তাড়ায় ভানুয়াতুও থামে ৯ উইকেটে ১৬৪ রানে। সামোয়া জিতেছে ১০ রানে।

নিউজ ট্যাগ: বিশ্বরেকর্ড

আরও খবর



সাবেক রেলমন্ত্রীসহ ৩শ’ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা, গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচি, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ অন্তত ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

কুমিল্লার আলেখারচরের আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস আজ সকালে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ বলা হয়, উল্লেখিত আসামীরাসহ তিন শতাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ তারা সকলেই আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি, ইট, লাঠি সোটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে অন্যান্য আসামি ঝাপিয়ে পড়ে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছুড়ে। আসামীরা বৈষম্য বিরোধী ছাত্রদের ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। হাবিবুর আল-আমিন সাদী ও নাসির উদ্দিন তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ ক্ষিার্থীদের উপর গুলি করে।

শিবেন বিশ্বাস আজ সকালে বাসসকে বলেন, ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


আরও খবর
ইনু ফের ৪ দিনের রিমান্ডে

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে: আমির খসরু

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সকলেই সমর্থন দিচ্ছি। কারণ যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এগুলোকে একটা ট্র্যাকে আনতে হবে। আমরা আশা করি সামনের কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন।

রবিবার (১৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সংবাদিকদের এ কথা বলেন।

তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। তারা যে এখনও বেঁচে আছে এটা আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো জটিল। তাদের পরিবারের কাজ কর্ম সব বন্ধ। ওরা তো সবাই এখন বিচারের অপেক্ষায় আছে। বাংলাদেশে ইতিহাসে এ ধরনের নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড আর ঘটেছে বলে মনে হয় না।

আহতের দায়িত্ব এখন কে নেবে- এমন প্রশ্ন রেখে আমির খসরু বলেন, অনেকে অন্ধ হয়ে গেছে। অনেকের পা চলে গেছে আবার অনেকের পা থেকেও সেটি অবশ হয়ে গেছে। তারা হাঁটা চলা করতে পারবে না। এমন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে এদের পুর্নবাসনের বিষয় আছে। এদের ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে তবেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাব।

তিনি বলেন, খারাপ ভালো বিবেচনা করার যোগ্যতা আমাদের নতুন প্রজন্মের রয়েছে। যারা প্রাণ দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর