আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

এনবিআর চেয়ারম্যানকে সরানোর দাবিতে বিক্ষোভ

প্রকাশিত:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৭ আগস্ট) সকালে আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরের দিকে যা এনবিআরের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কর অফিসে ছড়িয়ে পড়ে। এসময় তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গতকাল মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান অফিসে এলেও আজ তিনি অফিসে আসেননি বলে জানা গেছে।

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন যৌক্তিক দাবি জানিয়ে ব্যর্থ হয়েছি। এনবিআরে কেন বাইরের ক্যাডার নিয়ে এসে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে? শুল্ক, আবগারি ক্যাডার থেকে ২ বছরের জন্য এবং আয়কর থেকে ২ বছরের জন্য কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে তারা বৈষম্যের শিকার হয়েছেন বলেও জানান।

তারা বলেন, শিক্ষার্থীদের মতো আমরা সোচ্চার না হলে ভবিষ্যতে আরও মূল্য দিতে হবে।

এসময় তারা যথাসময়ে পদোন্নতি দেওয়াসহ ১৩ দফা দাবি জানান। বৈষম্যবিরোধী রাজস্ব বোর্ডের কর্মচারী-কর্মকর্তারা ব্যানারে এসব দাবি জানান তারা। দাবিগুলো হলো-

১. এনবিআর চেয়্যারম্যান নিয়োগ দিতে হবে শুল্ক, আবগারি ও আয়কর ক্যাডার থেকে।

২. সব পদে পদোন্নতির ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য আর মানা হবে না। সামান্য ভুলের কারণে সিরিয়াল লঙ্ঘন করে পদোন্নতি বন্ধ করতে হবে।

৩. সিরিয়াল লঙ্ঘন করার কারণে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের আগে পদোন্নতি দিতে হবে।

৪. সব কর্মকর্তা/কর্মচারীকে অবাধে অ্যাসোসিয়েশন করতে দিতে হবে এবং অ্যাসোসিয়েশনের যৌক্তিক সব দাবি মানতে হবে।

৫. নিজস্ব জমিতে অফিস করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৬. যথাসময়ে পদোন্নতি দিতে হবে। ফাইল আটকিয়ে রাখা যাবে না।

৭. যথাসময়ে পদোন্নতি পরীক্ষা নিতে হবে।

৮. যথাসময়ে ডিপিসি করতে হবে।

৯. যথাসময়ে নিয়োগ দিতে হবে।

১০. নিয়ম মাফিক বদলি ও পদায়ন করতে হবে। কোনো প্রকার বদলি বাণিজ্য মেনে নেওয়া হবে না।

১১. বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে তাদের সুবিধামতো জায়গায় বদলি দিতে হবে।

১২. ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সামান্য কারণে বদলি, খারাপ আচরণ, শোকজ, বরখাস্ত বন্ধ করতে হবে।

১৩. সব কর্মকর্তা/কর্মচারীর অফিসিয়াল অধিকার নিশ্চিত করতে হবে।


আরও খবর



ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পাশে থাকবো: চট্টগ্রাম জেলা প্রশাসক

প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত ছাত্রজনতার জন্য সর্বাত্মকভাবে পাশে থাকবে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার সাথে সাক্ষাৎ করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং তাদের চিকিৎসার পাশাপাশি সার্বিক বিষয়ে ডিউটিরত চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের বিভিন্ন সময়ে আহত প্রায় ৩৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং ৩ জনের চোখ গুলিবিদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। আহতদের যেকোন জরুরী প্রয়োজন সমাধান ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আমাদের দুইজন কর্মকর্তাকে নিয়ে সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করা হয়েছে৷

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রত্যেককে ব্যক্তিভেদে ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এবং সর্বমোট ২৬ জনের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে উন্নত চিকিৎসার জন্য একজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এবং একজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এ প্রেরণের জন্য এম্বুলেন্স-এর ব্যবস্থাও করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক বলেন, শুধুমাত্র চিকিৎসা এবং আর্থিক সহায়তা নয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত ছাত্রজনতার পরিবারের পাশে দীর্ঘমেয়াদে থাকতে আমরা বদ্ধপরিকর। আজ সকালে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে পরলোকগত শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছি। একইভাবে শুধুমাত্র শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহীদ ও আহত ছাত্রজনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে; তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর



শঙ্কা কাটছে ধীরে ধীরে, বিপৎসীমার নিচে গোমতীর পানি

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
রবিউল বাশার খান, কুমিল্লা

Image

অবশেষে বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান।

তিনি জানান, গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

এর আগে, গত ২২ আগস্ট রাতে গোমতীর পানি বিপৎসীমার স্মরণকালের সর্বোচ্চ ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেদিন রাতে পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ওইদিন দিবাগত রাত ১২টার দিকে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

বাঁধ ভাঙার পর থেকে কমতে থাকে গোমতীর পানি। পরদিন শুক্রবার ও শনিবার বিপৎসীমার ১ সেন্টিমিটার কমতে থাকে। রোববার ও সোমবার ৩-৭ সেন্টিমিটার কমে প্রবাহিত হয়। সোমবার পর্যন্ত পানির প্রবাহ ছিল বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিপৎসীমার সমান হয় এ নদীর পানি।


আরও খবর



উল্টোপথে গাড়ি চালাতে বাধা, কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ঘুষি

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
মনীষা আচার্য, চট্টগ্রাম

Image

চট্টগ্রাম নগরের উল্টোপথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরেছেন পাজেরো জিপ চালক। এতে তার নাকের হাড় ভেঙে গেছে। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত কনস্টেবলের নাম সোহরাব হোসেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর খুলশী এলাকার এক নম্বর সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিপ চালক হলেন মো. রফিকুল আলম। সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেডের যানবাহন শাখায় কর্মরত ছিলেন তিনি। এ ঘটনার পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ নগরীর খুলশী এক নম্বর সড়কে উল্টো দিক থেকে এসে রাস্তায় যানজটের সৃষ্টি করে। এসময় কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগন্যাল দেয়। কেন সিগন্যাল দিলো, তৎক্ষণাৎ ওই কনস্টেবলের শার্টের কলার ধরে মুখে ঘুষি মারেন পাজেরো চালক রফিকুল। এতে কনস্টেবলের নাকের হাড় ভেঙে গিয়ে রক্ত বের হয়। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানার হস্তান্তর করা হয়।

এ ঘটনার পর ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন শাখার ব্যবস্থাপক মো. মোরশেদ মঈনুদ্দীন এক নোটিশের মাধ্যমে ওই গাড়ি চালককে অব্যাহতি দেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এক চালক কনস্টেবল সোহরাব হোসেনকে নাকে ঘুষি মেরে রক্তাক্ত করেন। এতে তিনি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালককে গাড়িসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


আরও খবর



অতিরিক্ত সচিব হলেন ১৩১ কর্মকর্তা

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রশাসনে ১৩১ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেকেই গত আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আরও খবর



ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৮, হাসপাতালে ভর্তি ৩৩৫

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ মহিলা রয়েছেন।


আরও খবর