
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের দুই হাজার এজেন্ট প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা লেনদেন করছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীতে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আলী মিয়া বলেন, হুন্ডি কাজে জড়িত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে আসছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মীর মো. কামরুল হাসান শিশির (২৮), খোরশেদ আলম (৩৪), মো. ইব্রাহিম খলিল (৩৪), কাজী শাহ নেওয়াজ (৪৬), মো. আজিজুল হক তালুকদার (৪২) ও মো. নিজাম উদ্দিন (৩৫)।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গ্রেপ্তারকৃতরা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট ব্যবসার আড়ালে হুন্ডি ব্যবসা করে আসছিলেন।