
যশোর সড়ক বিভাগের
অধিনে পিএমপি মেজর সেতু কর্মসূচির আওতায় ভাটিয়াপাড়া কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর সড়কের
প্রশস্তকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পদ্মা সেতু হওয়ার কারণে যানবাহনের চাপ বৃদ্ধির
ফলে সড়কটির পাশে ৩ ফিট প্রশস্তকরণ ৩৪+৬২১ টু ৫৫ +১৬৯ সাড়ে ২০ কিলোমিটার সড়কটি পেরিওডিক
মেইনটেইনানস প্রোগ্রাম পিএমপি মেজর( ২০২১-২০২২) অর্থবছরে চুক্তিমূল্য প্রায় ৩৫ কোটি
টাকা অনুমোদন সাপেক্ষে যশোর অংশে চলমান কাজে টেন্ডার আহ্বান করা হয়।
২০২২ সালের
১৬ ফেব্রুয়ারি কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিঃ। কাজের
শুরু ১৩-০৯-২০২২ সাল হতে কাজ সম্পাদনের মেয়াদ ১৭-০৯-২৩ সাল নির্ধারণ করা হয়। সড়ক নং
৮০৬ সম্ভাব্য অর্থ বছর ২০২১-২০২২ সাল। ইজিপি ১৫/ পিএমপি / এসিই। খুলনা ২০২১-২০২২ টেন্ডার
আইডি নং ৬৭০০৬৮।
কাজের অগ্রগতি
আনুমানিক পঁচিশভাগ সম্পন্ন হয়েছে বলে যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী
মোঃ আবুল কালাম আজাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে সড়ক ও যোগাযোগ এবং
সেতুর উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আজকে সারা বাংলাদেশে সড়ক উন্নয়নে বৈপ্লবিক
উন্নয়ন সাধিত হচ্ছে। পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যাবস্থার উন্নতি
হয়েছে। সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় ভাটিয়াপাড়া হইতে নড়াইল যশোর সড়কের প্রশস্তকরণ উদ্যোগ
গ্রহণ করে।
২০২১ এবং ২০২২ সালে ৩৫ কোটি টাকা ব্যায়ে উক্ত সড়কটি মেরামতের জন্য টেন্ডার আহ্বান করা হয়। অফিসিয়াল কাজ সম্পন্ন করে কাজটি আরম্ভ করতে বেশ কিছু দিন সময় লেগে যায়। সকল কার্যক্রম সম্পন্ন করে সড়কটি মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত হবে।