আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

ডোমারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | ৮৮০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

নীলফামারীর ডোমারে ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেসে কাটা পড়ে নবী বক্স (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় ডোমার রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে আউটার সিগনালের মধ্যে এ ঘটনাটি ঘটে।

নবী বক্স জেলার সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর পাশাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বলেন, তিনি দিনের বেলায় বিভিন্ন জায়গায় কাজ করতেন এবং রাতে ডোমার রেল স্টেশনে ঘুমাতেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন।

এ সময় ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী মিতালি এক্সপ্রেস চলে আসলে তিনি বুঝতে পারেননি, কোন লাইন দিয়ে ট্রেনটি যাবে। না বুঝে ২ নম্বর লাইনে দাঁড়ালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আরও খবর