আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

ধর্মপাশায় উমেদ্দিয়ার খালের উপর দৃষ্টিনন্দন সেতু

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ মে 20২৩ | অনলাইন সংস্করণ
শহীদুল ইসলাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

Image

এক-দুই দিনের নয়, বছরের পর বছর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর, বাগাউছাসহ আশেপাশের প্রত্যন্ত গ্রামের মানুষদের। সেতু না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। বর্ষাকালে এ দুর্ভোগ পৌছায় আরও চরমে।

উমেদ্দিয়ার খালের ওপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুই বদলে দিচ্ছে এলাকাটিকে। সেতু নির্মাণের ফলে যাতায়াতের সুব্যবস্থা, অল্প সময় গন্তব্যে পৌঁছানো, জমির দাম বৃদ্ধি, দোকানপাট স্থাপনসহ বিভিন্ন কারণে দিন দিন পাল্টে যাচ্ছে এলাকার চিত্র।এ সেতু অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়েছে। এতে স্থানীয় কৃষক থেকে শুরু করে সব শ্রেণির মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।

উপকারভোগীরা জানান, সেতু ও রাস্তার অভাবে আশেপাশের ২০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে ছিল।ছেলেমেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সবদিক থেকে পিছিয়ে পড়তে হয়েছিল।খালের উভয় পাশে ছিল আইলের মত কাঁচা সড়ক। বর্ষা এলেই ডুবে যেত। বর্ষার পানি সড়ে গেলে কাদামাটি মাড়িয়ে স্থানীয় বাজারে যেতে হত।

জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে হাওরাঞ্চলের বন্যা ব্যাবস্থাপনা ও জীবনমান উন্নয়ন (হেমলিপ) প্রকল্পের অর্থায়নে ৫১ মিটার দৈর্ঘ্যের সেতু ও ৭২০ মিটার সড়কটি ৬ কোটি ৪০ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এতে করে জয়ল্রী বাজারের সাথে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি হয়েছে।

সেতুর পাশেই এক সবজি বিক্রেতা আজকের দর্পণকে বলেন, মাশাল্লাহ অনেক সুবিধা হইছে। আগে যাইতে গেলে অনেক কষ্ট হইত। ভাঙ্গা ব্রিজ আছিন। ভাঙ্গা ব্রিজের পরে বাঁশের সাঁকো দিছিল। এখন এটা(সেতু) ওহনের পড়ে আমরার অনেক কিছুর সুবিধা হইছে। আগে যদি দশ মিনিট লাগতো এখন মাশাল্লাহ দুই মিনিটে বাজারে যেতে পাড়ি।

বাদে হরিপুর গ্রামের কলেজ পড়ুয়া আরাফাত সানি ইমন বলেন, ব্রীজটি হওয়াতে আমাদের অনেক সুবিধা হইছে। বড়ইর দিকে অনেকগুলো গ্রাম আছে তাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর হইছে। আশেপাশের গ্রামগুলো সহ বড়ই বাজারের যত পণ্য সবই জয়শ্রী বাজার থেকে আনা নেওয়া করতে হয়। এখন এই ব্রিজ হওয়াতে পন্য আনা নেওয়া করতে অনেক সুবিধা হইছে।

মোটরবাইক চালক সেলিম বলেন, আগে অন্য রাস্তা দিয়ে চলতাম। মাঝে মাঝে গাড়ি ধাক্কাইয়া নিতাম। কাঁদা রাস্তা আছিন, গাড়ি ছাড়া চলতে হইত। এখন তো আমরা যেকোনো মুহূর্তে যাইতে পারি গাড়ি নিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ইউপি সদস্য (বিএনপি সমর্থিত) বলেন, বাদে হরিপুর, বাগাউছা ও বরই সহ জয়শ্রী ইউনিয়নের অনেক মানুষ ভীষণ কষ্ট করছে এই ব্রীজ ও রাস্তার জন্য। এখন এই ব্রিজ ও সড়ক হওয়ার ফলে কষ্ট দূর অইছে।ব্রীজটি হওয়ার ফলে গাড়ি-ঘোড়া সবকিছুই আসতে পারে, ধান নিয়ে আসতে পারে, কৃষকের মালামাল নিয়ে আসতে পারে। রাস্তাঘাট হইলে এলাকার উন্নয়ন হয়।এখন জায়গা সম্পত্তির দামও বাড়ছে। এজন্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে ধন্যবাদ।

মুরুব্বি আঃ হাসিম বলেন, ব্রিজটা হওয়াতে আমরার অনেক সুযোগ সুবিধা হইছে আগে পয়সা দিয়া পার হইতে হইত এখন পয়সা লাগে না। আইট্টা (হেঁটে) পার অইতে পারি। এলাকার অনেক ছাত্র আছে, বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট থাইক্কা বাঁচছে। বর্ষাকালে আগে ফেরি দিয়া যাওয়া আসা করতাম। বিশ টাকা লাগতো যাইতে যাইতে। আল্লাহর রহমতে এখন আর লাগেনা।

সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এতে জয়শ্রী বাজারের সংগে উপজেলার অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। এছাড়া বাদে হরিপুর থেকে মধ্যনগর উপজেলা সদরের সাথে সাবমারসিবল রাস্তা ও উড়াল সড়ক প্রকল্পের কিছু কাজও চলমান। এছাড়া আগে হাওর এলাকার কৃষকরা ধান কেটে বাড়িতে নিয়ে যেতে পারতেন না। আমরা সেখানে সাবমারসিবল রাস্তা করেছি। এখন কৃষকেরা পানি আসার আগেই ধান কেটে তাদের বাড়িতে পৌঁছাতে পারছেন।

নিউজ ট্যাগ: সুনামগঞ্জ

আরও খবর



স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে সে এমপি মনোনয়ন প্রত্যাশী। কিন্তু হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অফিস থেকে বের হওয়ার পর, তার কোনো খবর নেই। স্ত্রী রেজওয়ানা কোথাও তার খোঁজ পাচ্ছে না। মহা দুশ্চিন্তায় পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছে না রেজওয়ানা। সবার সাহায্য চাইছেন তিনি।

গতকাল রোববার প্রকাশিত একটি ভিডিওতে এভাবেই স্বামীর সন্ধান চাইলেন রেজওয়ানা চরিত্রে অভিনয় করা অপি করিম। সেখানে নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সবাইকে পাশে থাকার অনুরোধও করেন তিনি। 

আরও পড়ুন>> মেকআপ ছাড়া ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুমিতা

রেজওয়ানা কি তার স্বামীকে ফিরে পাবে আর ফিরে এলে তাকে কে অপহরণ করেছে ও কেনই-বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে- এসব প্রশ্নের উত্তর মিলবে অদৃশ্য সিরিজে। যা নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। যা মুক্তি পাবে চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

তবে এখনই সিরিজটি নিয়ে কথা বলতে নারাজ অভিনেত্রী ও নির্মাতা। জানা গেছে, সিরিজে অপির স্বামী আনিস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে তার। এছাড়াও পাঁচ বছর পর ফের পর্দায় জুটি হয়েছেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের নীল গ্রহ নাটকে। 

আরও পড়ুন>> শাহরুখের ‘জওয়ান’র বিরুদ্ধে নকলের অভিযোগ

এদিকে, অদৃশ্য সিরিজ দিয়ে ওটিটিতে ফিরছেন অপি করিম। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০১৯ সালে অমিতাভ রেজা চৌধুরীর ঢাকা মেট্রো ওয়েব সিরিজে।


আরও খবর



আগামীকাল থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে ৭৯টি বাস চালাবে বিআরটিসি

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীতে যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আগামীকাল (৪ সেপ্টেম্বর) থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৭৯টি বাস চলবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

মো. তাজুল ইসলাম বলেন, যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চালিয়ে দেখব, এটি লাভজনক হয় কি না। তবে নিচ দিয়ে গাড়ি চলাচল একেবারে বন্ধ করা হবে না।

তিনি বলেন, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। বিআরটিসি বাসকেও টোল দিয়ে চলতে হবে। যাত্রাবাড়ী, মিরপুর, গাজীপুর, জোয়ারসাহারা, মতিঝিল ও যাত্রাবাড়ী রুটের বাস চলবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোরও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


আরও খবর



কোটি টাকার লিফটে প্রতিনিয়তই আটকে পড়ার আতঙ্ক

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লিফট ক্রয় এবং মেইনটেনেন্স-এ কোটি টাকা খরচ হলেও শিক্ষার্থীদের লিফট ভোগান্তি যেনো কমছেই না। লিফটে আটকে পড়ার আতঙ্ক দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হুমায়ুন কবীর টুটুল হলের লিফটে আটকা পড়ার পর ফেসবুক লাইভে এসে লিফটের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'লিফটে আমরা ৫ জন ২৫ মিনিট যাবত আটকে ছিলাম। ইমার্জেন্সি বাটনে ক্লিক করছি কোন কাজ হচ্ছে না। লিফটে নেটওয়ার্ক পাওয়া না যাওয়ায় কল দিতে পারছিলাম না। একটা লিফটে আটকা পরার পর কেনো ২৫ মিনিট লাগবে উদ্ধার করতে।'

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও দুটি আবাসিক হলের জন্য ২০২১ সালে ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১৫ টি লিফট ক্রয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরু থেকেই অনুষদ ভবন দুটির চারটি লিফট অধিকাংশ সময় বন্ধ থাকে। এর মধ্যে গত এক মাসেরও বেশি সময় ধরে অচল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলের একাধিক লিফট। আর বাকি যেগুলো সচল সেগুলোও প্রায়ই চলন্ত অবস্থায় বিকল হয়ে পড়ছে। লিফটের ভেতর আটকা পড়ার ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের লিফটে ৩৪ মিনিট ধরে আটকা ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর রানা। রানা বলেন, 'সকালে ডিপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটে উঠি। কিন্তু ৮ তলায় যাবার পর হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। তখন ইমার্জেন্সি বাটনে বারবার ক্লিক করেও কোনো কাজ হচ্ছিলো না। লিফটে এতো পরিমাণে গরম, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো। পরে সহপাঠী ও বিভাগীয় প্রধানের সহযোগিতায় লিফট থেকে বের হয়েছি।'

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (ইন্সট্রুমেন্ট) মিজানুর রহমান বলেন, 'মাঝে মাঝে লিফট আটকানোর ঘটনা ঘটতে পারে, অনেকদিন পর পর এটা সব জায়গাতেই ঘটে। আগেতো আরও বেশি ঘটতো। আগে সপ্তাহে এক দুটো ঘটনা ঘটতো। তারপর আমরা লিফট প্রোভাইডারদের সাথে কথা বলেছি। তারা বলেছে এটা ধীরে ধীরে কমবে। তখন থেকে ঘটনাগুলো কম ঘটছে। সম্প্রতি দুই তিনটা ঘটনা ঘটেছে। এটা মাঝে মাঝে ঘটতে পারে।'

এ ঘটনায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বড় বিল্ডিং হলেও লিফট অপারেটর থাকে একজন। তার কাছে খবর যদি দ্রুত পৌছাতো তাহলে দ্রুত উদ্ধার করা যেতো। এক্ষেত্রে আমরা লিফটে ইন্টারকম ব্যবস্থা চালু করার চেষ্টা করছি। বাজেট স্বল্পতার জন্য এটা করতে দেরি হচ্ছে। এটা হয়ে গেলে কেউ আটকা পড়লে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।'


আরও খবর



ঢাকায় ছয় ঘণ্টায় ১’শ ১৩ মিলিমিটার বৃষ্টি

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীতে টানা ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ঝরেছে। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

এদিকে, টানা বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থই থই পানি জমে থাকতে দেখা গেছে। অনেক রাস্তা তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘরমুখী অনেকে ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে আটকে থাকার কথা জানিয়েছেন। অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন তাদের ভোগান্তির কথা। এমনকি বৃষ্টির কারণে কর্মস্থল থেকে অনেকে সময়মতো বের হতেও পারেননি।

রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউর সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘ যানজট দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডির সাত রাস্তা, নিউ মার্কেট- গাবতলী সড়ক, বেগম রোকেয়া সরণি, বাংলামোটর, সার্ক ফোয়ারা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত দীর্ঘ যানজট। রাত ১০টার দিকেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। এ সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি-৫ নম্বর সড়ক, নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হয়েছে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতও হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।


আরও খবর



আদালত থেকে পালিয়ে ভারত যাওয়ার সময় গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

Image

হবিগঞ্জ আদালত প্রাঙ্গন থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজুকে তিনদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

সে উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার ছেলে। রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেপ্তারের পর মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির ছিলো। এ সময় পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার পর হাতকড়াসহ পালিয়ে যায় রাজু।

শনিবার বিকালে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।


আরও খবর