
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে পলাশ মিয়া (১৫) ও তোহাসিন (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়নের ছাতরা হাওরের কান্দায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন>> সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ মিয়া ও শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোহাসিন দুপক্ষের হয়ে খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।