কোটা সংস্কার
ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন
স্থানে আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। লক্ষ্মীপুরে আন্দোলনকারী
দুই ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার
সকালে নিহত ছাত্র আফনান হোসেনের মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেনের বাবা আমির হোসেন
মামলা দুটি করেন। দুই মামলায় ১ হাজার ৬৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের
মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপু,
পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রয়েছেন। আন্দোলন চলাকালে ৪ আগস্ট আফনান, সাব্বিরসহ
চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন আরও দুই শতাধিক শিক্ষার্থী। সদর থানার ওসি ইয়াছিন
ফারুক মজুমদার জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
মৌলভীবাজারে
৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
জেলা সমন্বয়ক আব্দুল কাদির। গত বুধবার রাতে দায়ের করা এ মামলায় মৌলভীবাজার-৩ আসনের
সদ্য সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদসহ ১৫৫
জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার
ওসি নজরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হবিগঞ্জে ৪
আগস্ট ছাত্র আন্দোলনে রিপন শীল নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে গতকাল
মামলা হয়েছে। নিহত রিপনের মা রুবী রানী শীল সদর থানায় মামলাটি করেন। এতে হবিগঞ্জ-৩
আসনের সদ্য সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম রয়েছেন।
বগুড়ায় বিএনপি
কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল হামলার অভিযোগে বগুড়ার সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগ
ও সহযোগী সংগঠনের ৮২ জনের নাম উল্লেখসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার মামলা হয়েছে।
জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক রহিমা খাতুন সদর থানায় এ মামলা করেন। আসামিদের মধ্যে
জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সদ্য সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ
সম্পাদক ও বগুড়া-৬ আসনের সদ্য সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর নাম রয়েছে।
সরকার পতনের
আগের দিন ৪ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮১ জনের বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে। আন্দোলনকারী
শিক্ষার্থী জুবায়ের আহমদ ইমরান কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় ৮১ জনের নামোল্লেখসহ
অন্তত ২০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, ২০২১
সালে খুলনা নগরীর ৩১ নম্বর বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগে নগর পুলিশের
তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর
রহমানের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। আদালত মামলাটি তদন্তের
জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন– কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালি সেন, সদর থানার সাবেক ওসি আশরাফুল
ইসলাম ও এসআই মো. মনির।