আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ফরিদ হোসেন ও সম্পাদক বাবলা

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংগঠনের নির্বাচন, দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের দফতর সম্পাদক আতিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে আগামী দুবছরের জন্য বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন এবং মোরছালীন বাবলাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

সোমবার চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি নূরুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার রহমান, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মিঠুন সরকার, দফতর সম্পাদক আতিকুল ইসলাম।  নির্বাহী সদস্যরা হলেনরফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মোমিন হোসেন, অঞ্জন রহমান, গোলাম মজতুবা ধ্রুব।

চিত্ত ফ্রান্সিস রিবেরু প্রধান নির্বাচন কমিশনার ও সৈয়দ আলী আসফার, শফিউল আলম রতন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


আরও খবর



রাজস্ব আদায়ে ন্যূনতম ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
অর্থ ও বাণিজ্য ডেস্ক

Image

রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সেইসঙ্গে রাজস্ব আদায়ে আইনকানুনের ন্যূনতম ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা জানান এনবিআরের নতুন চেয়ারম্যান।

এছাড়া গরিব মানুষের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমিয়ে আর্থিকভাবে সক্ষম নাগরিকদের কাছ থেকে ট্যাক্স আদায়ে জোর দেয়া হবে বলেও জানান আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, অহেতুক টেবিল ভারি করব না। দিনের কাজ দিনেই শেষ করব। আইনকানুন মেনে সবাইকে রাজস্ব আদায় করতে হবে। এর ন্যূনতম ব্যত্যয় হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আবদুর রহমান খান আরও বলেন, পলিসিগত সমস্যার কারণে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাঙ্ক্ষিত বিনিয়োগ পাওয়া যায়নি। এখানে পরিবর্তন আনতে হবে।


আরও খবর



মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে একটি সুবিধাবাদী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটে পড়েছে। সে কারণে সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হলে মুক্তিযোদ্ধা তালিকায় সংস্কার প্রয়োজন।

মুক্তিযোদ্ধা উপদেষ্টা আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সংস্কার করা হবে। খুব শিগগিরই বস্তুনিষ্ঠ এবং কার্যকর সংস্কারের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা হবে।


আরও খবর



আ.লীগ নেতাদের নামে বিভিন্ন স্থানে মামলার হিড়িক

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। লক্ষ্মীপুরে আন্দোলনকারী দুই ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিহত ছাত্র আফনান হোসেনের মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেনের বাবা আমির হোসেন মামলা দুটি করেন। দুই মামলায় ১ হাজার ৬৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রয়েছেন। আন্দোলন চলাকালে ৪ আগস্ট আফনান, সাব্বিরসহ চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন আরও দুই শতাধিক শিক্ষার্থী। সদর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মৌলভীবাজারে ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুল কাদির। গত বুধবার রাতে দায়ের করা এ মামলায় মৌলভীবাজার-৩ আসনের সদ্য সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হবিগঞ্জে ৪ আগস্ট ছাত্র আন্দোলনে রিপন শীল নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে গতকাল মামলা হয়েছে। নিহত রিপনের মা রুবী রানী শীল সদর থানায় মামলাটি করেন। এতে হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম রয়েছেন।

বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল হামলার অভিযোগে বগুড়ার সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮২ জনের নাম উল্লেখসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার মামলা হয়েছে। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক রহিমা খাতুন সদর থানায় এ মামলা করেন। আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সদ্য সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের সদ্য সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর নাম রয়েছে।

সরকার পতনের আগের দিন ৪ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮১ জনের বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী জুবায়ের আহমদ ইমরান কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় ৮১ জনের নামোল্লেখসহ অন্তত ২০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ২০২১ সালে খুলনা নগরীর ৩১ নম্বর বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগে নগর পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালি সেন, সদর থানার সাবেক ওসি আশরাফুল ইসলাম ও এসআই মো. মনির।


আরও খবর
ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪




মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কলকাতা

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। আর তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের সেল ও জলকামান নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ।

অন্যদিকে, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দিবিতে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাসের সেল ও জলকামান ব্যবহার করেছে। তবে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেছেন।

এতে আরও বলা হয়, প্রতিবাদ মিছিলের জন্য কোনও অনুমতি দেয়া হয়নি ছাত্র-জনতাকে। এ ছাড়াও শাসক তৃণমূল কংগ্রেস গতকাল সমাবেশে সহিংসতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগ করেছে। এ ছাড়া বিক্ষোভকারীদের যেকোনও পথ থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হতে বাধা দিতে প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করা হয়।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো ভারতকে।

এরপর থেকেই বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন নানা শ্রেণি পেশার মানুষ। সম্প্রতি সুপ্রিম কোর্টের আহ্বানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন।


আরও খবর
উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রাজশাহী প্রতিনিধি

Image

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি এ কথা বলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামী আস সালাফি মাদরাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু। এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমরা হাত দেবো না।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত। বরং তারা জাতীর দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদরাসা শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে।

তিনি আরও বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর