আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

ঢাকা জেলা আ.লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আগামী ৩ জুন আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। আমাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস উদ্বোধন করবেন।

ওইদিন দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ ট্যাগ: আওয়ামী লীগ

আরও খবর



ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

সরকারি-বেসরকারি কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলসহ সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। এবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের বিচারপতিদের সইয়ের পর ছয় পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান।

জনস্বার্থে দায়ের করা এই রিটের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, শিশুদের মাতৃদুগ্ধ পানের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই যে, একটি শিশুর জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত তার মাতৃদুগ্ধ প্রয়োজন।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মায়েরা সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন। তাই সব ধরনের প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং রুমের ব্যবস্থা থাকা আবশ্যক। শপিং মল, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চ ঘাটসহ সকল পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং রুম থাকা প্রয়োজন যাতে সব মা তার শিশুদের মাতৃদুগ্ধের ব্যবস্থা করতে পারেন।

সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দ্রুততম যৌক্তিক সময়ের মধ্যে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের সব পদক্ষেপ গ্রহণ করবেন বলেও রায়ে আশাবাদ ব্যক্ত করেন হাইকোর্ট।

এর আগে রায় ঘোষণার পর আইনজীবী ইশরাত হাসান বলেন, মা ও শিশুদের অধিকার রক্ষায় হাইকোর্টে রিট পিটিশন দাখিলের পরিপ্রেক্ষিতে রুল, নির্দেশনাগুলো ও চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট এই যুগান্তকারী রায় দিলেন। আমাদের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত অন্যতম মৌলিক অধিকারবিষয়ক এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রায়।

এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর দেশের সব কর্মক্ষেত্র, এয়ারপোর্ট, বাস স্টেশন, রেলওয়ে স্টেশনে, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়াও পাবলিক প্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চান আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এসব রুলে জবাব দিতে বলা হয়।

পরে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. রাশিদুল হাসান, অ্যাডভোকেট ইশরাত হাসান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

২০১৯ সালের ২৪ অক্টোবর নিরাপদ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে মায়ের বুকের দুধ পান করতে ৯ মাসের শিশু উমাইর বিন সাদিকের পক্ষে তার মা ইশরাত হাসান এই রিট দায়ের করেন।


আরও খবর



ভালো ফ্যামিলির মেয়েরা ডিজে শিখতে আসছে : ডিজে সুমি

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

দেশে বেড়েই চলেছে নারী ডিজের সংখ্যা। দেশ ছাপিয়ে বিদেশী শোতেও ডাক পাচ্ছে মেয়ে ডিজেরা। এমনকি মেয়েদের জন্য দুর্দান্ত একটি পেশা হতে পারে ডিজেয়িং। আলাপে এসব কথাই বলছিলেন ডিজে সুলতানা রাজিয়া সুমি।

এই অঙ্গনে মেয়েদের আগমনকে প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন সুমি। বললেন, নতুন মেয়েরা আসছে। তাদের সঙ্গে কাজ করছি। আমরা যারা সিনিয়র আছি, নতুন যারা আছে তাদের হেল্প করছি, ভালো ভালো ফ্যামিলি থেকে মেয়েরা আসছে। তারা আগ্রহ দেখাচ্ছে, যেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা যখন শুরু করেছিলাম তখন ফিমেইল ডিজে অ্যাভেইলঅ্যাবল ছিল না। অল্প কয়েকজন ছিল।

মেয়েদের পাশাপাশি দেশে রয়েছেন বেশ কজন পুরুষ ডিজে। ফলে এই সেকটরেও কাজ পাওয়ার বিষয়ে প্রতিযোগিতা রয়েছে। তবে সুমির ভাষ্য, নারী ডিজের চাহিদাই বেশি। বললেন, থার্টি ফাস্ট ছাড়াও ওয়াটার পার্কগুলোতে এখন ফিমেইল ডিজেদের ডিমান্ড বেশি থাকে। করপোরেট প্রোগ্রামগুলোতেও। বিদেশেও আমাদের মেয়েরা শো পাচ্ছে। বিশেষ করে ভারত থেকে অনেক অফার আসে। 

আরও পড়ুন>> স্বামীকে খুঁজতে সাহায্য চাইলেন অপি করিম

এটিকে পেশা হিসেবে নিয়ে টিকে থাকা আদৌ সম্ভব কিনা, সে বিষয়ে সংশয় রয়েছে খোদ ডিজেদের মধ্যেই। তবে ডিজে সুমি আশ্বস্ত করলেন নারীদের। বলেছেন, বাংলাদেশের ডিজে ক্লাবগুলো বন্ধ, খোলার পারমিশন মিলছে না। তাই ক্লাবের বাইরের প্রোগ্রাম বেশি হচ্ছে। ফিমেইল ডিজেদের জন্য এটা পারফেক্ট একটা প্রফেশন। পড়াশোনার পাশাপাশি এটা কনটিনিউ করা যায়, সংসারও সামলানো যায়।

অন্যদিকে সম্প্রতি তরুণদের মাতিয়ে রেখেছে র‌্যাপ মিউজিক। সেটি ডিজেয়িং-এর জায়গা দখল করছে না তো? উত্তরে সুমি বলেন, না, র‌্যাপ সংগীত ডিজের ওপর কোনো প্রভাব ফেলছে না। তবে র‌্যাপ সংগীতে উল্টাপাল্টা লিরিক থাকলে ক্রাউড একটু বিরক্ত হয়। কিন্তু ডিজের ওপর এটার ইফেক্ট পড়ে না।

রাতভর ডিজে পার্টি চালিয়ে যাওয়া মেয়েদের পক্ষে কিছুটা কঠিন বটে। অবশ্য নারীদের হোল নাইট ডিজে পার্টি এখন বেশ কমে এসেছে। সুমির ভাষ্য, মেয়েদের মধ্যে অনেকে এখন লেট নাইট পার্টি করেন না। এক যুগ আগে হোল নাইট প্রোগ্রাম করতে বলত অনেকে। আমরা সিনিয়ররা এই জিনিসটা কমিয়ে এনেছি।

নারী ডিজের পোশাক, তাদের স্টাইল ও কাজকে সাধারণ মানুষের মধ্যে অনেকেই ভালো চোখে দেখেন না। এ বিষয়ে সুমি বলেন, সাধারণ মানুষ এমনটা মনে করবেসেটাই স্বাভাবিক। ডিজের চিন্তা, কথা বলার ধরন, পারসোনালিটি, সবকিছুই আলাদা। তাই সাধারণ মানুষ আমাদের অন্যরকম ভাবে। 

আরও পড়ুন>> অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দেওয়ার গুঞ্জন সামান্থার

ডিজে পার্টি চালাতে কি ওয়েস্টার্ন ড্রেসই পরতেই হয়? জবাবে তিনি বলেন, না না, ডিজেদের কাছে পোশাকের ব্যাপারে এ ধরনের কোনো রিকয়ারমেন্ট আসে না। আমি শাড়ি পরে পারফর্ম করেছি। সেটা অনেক ভিউ হয়েছে। বাংলাদেশে শাড়ি পরে সর্বপ্রথম আমিই বাজাই। ডিজে পার্টিতে এলেই যে একদম ওয়েস্টার্ন ড্রেস পরে আসতে হবে বিষয়টি এরকম নয়।


আরও খবর



আজকের রাশিফল: রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ শরীর ভালো থাকবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। ভালোবাসার মানুষের কোনও ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন। ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা সব ক্ষেত্রেই ভালো ফল করবেন।

বৃষ : আপনার প্রতিপক্ষকে ভালবাসা দিয়ে জয় করার চেষ্টা করুন। ঘৃণা দিয়ে তাদের প্রতিরোধ করতে পারবেন না। আদালতে মামলায় রায় আজ আপনার পক্ষে থাকবে। আর্থিক অবস্থা সবল হবে।

মিথুন : যেকোনো শুভ কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে। বয়স্কদের সমস্ত কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আপনার উদ্যম প্রশংসা পাবে। অফিসের কাজ মিটিয়ে পরিবারকেও সময় দিতে পারবেন।

কর্কট : মিমাংসা না হওয়া সমস্যাগুলি আজ মিটে যেতে পারে। অনেক অর্থ ব্যয় আপনাকে সঞ্চয়ের ব্যাপারে চিন্তিত করে তুলবে। আজ নিজের মূল্যায়ন করুন। নিজেকে হারিয়ে যেতে দেবেননা।

সিংহ : দীর্ঘমেয়াদি বিনিয়োগ আজ লাভের মুখ দেখাবে। আপনার বুদ্ধি কাজে লাগিয়ে অতিরিক্ত উপার্জন করতে পারবেন। অধস্তনদের কাজ আপনার প্রত্যাশা পূরণ করতে না পারায় মানসিক চাপ বাড়বে।

কন্যা : আপনার ভালো স্বাস্থ্য আপনাকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। আজ সাজগোজের ব্যাপারে আপনার শৌখিনতা দেখা যাবে। সকলের প্রশংসা পাবেন।

তুলা: আগেকার জমানো টাকা আজ আপনার কাজে আসবে। শরীরের অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কাজ সকলের নজর কাড়বে। শত্রুরাও বন্ধু হতে চেষ্টা করবে। কোনও নতুন বই কেনা হতে পারে।

বৃশ্চিক : সুযোগসন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকুন। প্রিয়জনদের জন্য বেশ কিছু খরচ আজ আপনার আর্থিক অবস্থার অবনতি করতে পারে। বিবাহিত জীবনে আজ দাম্পত্যসুখ উপভোগ করবেন।

ধনু : সঠিক সময়ে সঠিক কাজ আপনাকে সাফল্য দেবে। উপার্জন বেশি হলেও নানা দিক থেকে খরচ বেড়ে যাবে। বাচ্চাদের নিয়ে কিছু সময় কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে।

মকর : আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সবদিক ভেবে সিদ্ধান্ত নিন। হটকারী সিদ্ধান্ত ক্ষতির সম্মুখীন করবে। অবসর সময়ে বাড়িতে আটকে থাকা কাজ গুলি মিটিয়ে ফেলুন। পরিবারের মানুষদের সাথে মতানৈক্য হতে পারে।

কুম্ভ : আজকের দিনটি জাঁকজমকের সাথে কাটবে। প্রকৃতির সাথে একাত্ম বোধ করবেন। ছাত্র ছাত্রীরা ভালো ফল করবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন আজ। নতুন প্রেম আসতে পারে।

মীন : আজ নিজেকে সংযত রাখুন। তুচ্ছ বিষয়ে মেজাজ হারাবেন না। কাজের চাপ আপনাকে অন্য বিষয়ে নজর দিতে দেবেনা। নিজের মতামত প্রকাশ করতে কোনরকম দ্বিধা করবেন না।

 


আরও খবর
খালি পেটে যে চার খাবার খেলে অ্যাসিডিটি হয়

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




পটুয়াখালীতে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি

Image

পটুয়াখালীতে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে সাতটায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এসময় দৈনিক আজকের দর্পণ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ নয়ন মৃধার আয়োজনে ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাফর খান, সহ-সভাপতি এ্যাড. সোহরাব হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাজারো দৈনিক পত্রিকার মধ্যে আজকের দর্পণ মাথা উঁচু করে সামনে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। সামনে আরো এগিয়ে যাক আপন গতিতে। দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং কলাকৌশলীদের আন্তরিক ধন্যবাদ জানান তারা।

এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শংকর লাল দাস, ইনকিলাবের জাকির হোসেন, মানব জমিনের জালাল আহমেদ, যুগান্তর স্টাফ রিপোর্টার বিলাশ দাস, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন বাদল, প্রতিদিনের সংবাদ এর জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বেতারের আতিকুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির আফরিন জাহান নীনা, তৃতীয় মাত্রার আশীষ কুমার হৃদয়, নয়া শতাব্দীর রাজিব দেবনাথ, বাংলা ইনসাইডার এর রাকিবুল ইসলাম তনুসহ সংবাদ কর্মীরা।


আরও খবর



ওমরাহ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

সৌদি আরবে ওমরাহ পালনে অনেক সময় শিশু সন্তানদের নিয়ে যান বাবা-মা। সেখানে গিয়ে যেন ‍শিশুদের ‍নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে না হয় সে কারণে অভিভাবকদের জন্য নতুন কিছু নীতিমালা প্রণয়ন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি তাদের মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এ শিশুদের নিরাপত্তা ও আরামের দিকে খেয়াল রেখে বেশ কিছু নির্দেশনা শেয়ার করেছে। নির্দেশনাগুলো হলো:

পরিচিতিমূলক ব্রেসলেট: ওমরাহ পালনের সময় বাবা-মায়ের সঙ্গে আসা সব শিশুদের হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। যদি কোনো শিশু হারিয়ে যায় তাহলে এই ব্রেসলেট দেখে শিশুকে খুঁজে পাওয়া যাবে। পরিচিতিমূলক প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে ওই ব্রেসলেটে।

ভিড় এড়িয়ে চলা: যেসব ওমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে ওমরাহ পালনে যাবেন, তাদের যেসব স্থানে ভিড় কম হয় সেসব স্থানে ওমরাহর আনুষ্ঠানিকতা পালন করার জন্য বলা হয়েছে।

শিশুদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখা: শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

শিশুদের খাদ্যের প্রতি নজর রাখা: ওমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় মক্কা গ্র্যান্ড মসজিদ পরিদর্শনকালে মুসল্লিদের জন্য পাঁচটি নির্দেশনা জারি করেছিল।


আরও খবর