আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ

দেশসেরা কর্মচারী সীতাকুন্ডের শরিফুল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি

Image

মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’—এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১২ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২২ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শরিফুল ইসলাম পাটোয়ারী দেশসেরা কর্মচারী নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি তাকে এ পদক প্রদান করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াত। উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় মেধাবী প্রতিযোগিদের সাথে অংশ নিয়ে তিনি দেশসেরা হওয়ার অনন্য গৌরব অর্জন করেন। পেশাগত জীবনে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাসহ বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করে শিক্ষক,কর্মকর্তাকর্মচারী সমাজে আস্থাভাজন হয়ে উঠেন তিনি।


আরও খবর