আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

চুয়াডাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ | ৮৫৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে আলিফ হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ হোসেন একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের মানিক মণ্ডলের ছেলে।

নিহত শিশুর মা জেসমিন খাতুন জানান, গত ৭ মাস আগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়ি বিষ্ণুপুর গ্রামে চলে আসি। আজ দুপুরে শিশু আলিফকে উঠানে রেখে টিউবওয়েলের পাশে কাপড় ধুচ্ছিলাম। বালতির পানিতে কাপড় ধুয়ে রোদে শুকাতে নিয়ে যায়।

এ সময় বালতির কাছে এসে পানি নিয়ে খেলছিল আলিফ। আমার অসাবধানতায় খেলতে খেলতে উল্টে বালতির পানির ভিতর পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে তাকে বালতির ভিতরে মৃত অবস্থায় দেখি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।


আরও খবর