
বিসমিল্লাহ করপোরেশনের নামে চট্টগ্রাম বন্দরে আসা ৪০ ফুট দৈর্ঘ্যরে এফসিএল কনটেইনার থেকে কয়েকটি ব্র্যাণ্ডের ১৬ হাজার ৮২৪ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের একটি ইয়ার্ডে এ চালানটি আটক হওয়ার তথ্য নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।
তিনি বলেন, ঢাকার বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনের একটি প্রতিষ্ঠানের চালানে এসব বিদেশি মদ চট্টগ্রাম বন্দরে আসে। ২৭ হাজার কেজি সোডা অ্যাশ লাইট ঘোষণায় আমদানি করা একটি চালানে ১৬ হাজার ৮২৪ লিটার মদ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আটক হওয়া কনটেইনারটির কায়িক পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।
তিনি বলেন, অ্যাবসুলেট ভোদকা, জনি ওয়াকার, ডাবল ব্ল্যাক, ব্ল্যাক লেভেল, সিভাস রিগ্যাল, ভ্যালেন্টাইনস হুইস্কিসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ আটক করা হয়েছে। এসবের বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা। এতে প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব জড়িত।