আজঃ সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

ছয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Image

আওয়ামী লীগ সরকারের পতনের পাঁচ দিনের মাথায় দেশের ছয় ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে রাজনীতির সঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত হয়।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া ছয় ক্যাম্পাস হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীর সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে অন্য পাঁচ ক্যাম্পাসেও অফিস আদেশ দেওয়া হয়েছে।


আরও খবর
স্টেট ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




আহমদ হোসেন ও সোহায়েল চার দিনের রিমান্ডে

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন এ আদেশ দেন।

রাজধানীর পল্টনে মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নবীন তালুকদার হত্যার ঘটনার সঙ্গে এই দুই আসামি জড়িত।

একসময় র‍্যাবের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ সোহায়েল আদালতে শুনানিতে বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রামে ছিলেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

উভয়পক্ষের বক্তব্য শুনে আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে তাদেরকে গ্রেফতারের কথা জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে গতকাল (মঙ্গলবার) রাতে গ্রেফতার করা হয়। আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা ও মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেফতার করা হয়।


আরও খবর



সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
ঢামেক প্রতিবেদক

Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন তারা।

চিকিৎসকদের দুটি দাবি হলো: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ দুটি দাবিই মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ঢামেকের চিকিৎসকরা। একইসঙ্গে আরও ৬ দফা দাবিও জানানো হয়।

এর আগে, সকাল থেকে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

গতকাল (৩১ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করে অজ্ঞাত কিছু তরুণ। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

তবে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে ছাগল আর মালিকের অন্যরকম ভালোবাসা

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

তেল ব্যবসার পাশাপাশি শখের বসে তোতাপুরী জাতের ছাগল পালন করতে শুরু করেন আশরাফ আলী। ছাগলের নাম দেওয়া হয়েছে হায়দার। গেল কুরবানী ঈদে একশত কেজি ওজনের এই তোতাপুরী জাতের হায়দারকে তিন লাখ টাকা ক্রয় করতে চেয়েছিলেন গবাদীপশু ব্যবসায়ীরা। কিন্তু আশরাফ আলী তাঁর শখের হায়দারকে হাত ছাড়া করেনি।

তবে আশরাফ আলীর ইচ্ছে তাঁর শখের হায়দারকে লালন-পালনে বড় করার পর জবাই করে পরিবার, এতিমখানা ও প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়ার। আশরাফ আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাদীর ইউনিয়নের বাসিন্দা।

হায়দারকে (ছাগল) দেখভালের জন্য একজন কর্মচারীও নিয়োগ করেছেন মালিক আশরাফ আলী। কর্মচারী সাব্বির জানায়, তোতাপুরী জাতের ছাগলকে ভালবেসে তাঁরা তাদের বিছানার পাশে রেখে ঘুমায়। বিছানায় কোন প্রসাব-পায়খানা করেন না বরং সকালে মালিকের সঙ্গে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে মলত্যাগ করেন। সারাদিনে সকলের সঙ্গে নানা খুনসুটিতে ব্যস্ত থাকে আশরাফ আলীর শখের হায়দার। কেউ হাত এগিয়ে দিলে হ্যান্ডশেকও করে। তবে হায়দারের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে ছোলাবুট, কলা, পেয়ারা, ধান-গমের ভুষি ও কাচাঁঘাস।

বিশাল আকৃতির তোতাপুরী জাতের এই ছাগলটিকে স্বচোখে দেখতে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। যারাই আশরাফের দোকানে তেল ক্রয় করতে আসছেন তারাই হায়দারকে কাছে টেনে আদর করছেন। আর হায়দার কোন কারণে রাগ করলে কাউকে তোয়াক্কা না করে ছুটে যান মালিকের ছেলে আসিফ রায়হানের কাছে। শখের হায়দারকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করেন।

আসিফ রায়হান বলেন, কুরবানি ঈদে তার সামনে অন্য গবাদিপশুকে জবাই করতে দেখায় হায়দারও মনে করেছিল তাকেও এভাবে জবাই করা হবে। তাই দুই দিন আগ থেকেই খাওয়া নেয়া সব বন্ধ করে দেয়।

আর আশরাফ আলী জানায়, শখের বসে ছাগল পালন করে সে। এর আগে আরো দুটি ছাগল বড় করার পর জবাই করে আত্বীয় স্বজন, গরীব ও এতিমখানায় মাংস বিলিয়ে দেই আর কিছু অংশ নিজের জন্য রাখে। ২৬ হাজার টাকায় কেনা ছাগলের দাম ব্যবসায়ীরা ৩ লাখ টাকা বললেও সে বিক্রি করেনি। এর আগে আরো দুইটি ছাগল বড় করে জবাই করে মাংস স্থানীয়দের মাঝে বন্টন করেন বলে জানান তিনি।

তোতাপুরী জাতের ছাগল নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম বলেন, ছাগলটি সুস্থ্য রাখতে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন সময়ে পরামর্শ ও সহযোগীতা দেওয়া হচ্ছে। এ বছর প্রাণী প্রদশনী মেলায় এই ছাগল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বলে জানান এই কর্মকর্তা।


আরও খবর
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




গণছুটি কর্মসূচি প্রত্যাহার পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহকারী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া চলমান।

দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়, ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহ্বান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো।

বাপবি বোর্ডের নব যোগদানকৃত চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির রিফর্ম কার্যক্রম ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন এবং অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করেছেন।

এমতাবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্তে একমত হয়েছেন।


আরও খবর



রিপোর্ট দিয়ে কী হবে যদি অভিযুক্ত গ্রেফতারই না হয়: তনুশ্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত বিনোদন জগতে পা দিতেই যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এ বিষয়টি সবারই জানা। তখন তার অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতা নানা পাটেকরের দিকে। এ নিয়ে বলিউডে জলঘোলা কম হয়নি। এবার মালায়লাম চলচ্চিত্র জগতে নারীদের ওপর যৌন হেনস্তা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে হেমা কমিটি। সেই রিপোর্টেরই নিন্দা করেছেন তনুশ্রী দত্ত।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বলিউডে যৌন হেনস্তা নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতা নানা পাটেকরের দিকে। এরপর অভিযোগ উঠেছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। তার দাবি চকোলেট ছবির সেটে সবার সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন পরিচালক। এবার হেমা কমিটির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তনুশ্রী দত্ত।

মালায়লাম চলচ্চিত্র জগতে নারীদের ওপর যৌন হেনস্তা নিয়ে যে রিপোর্ট পেশ করেছে হেমা কমিটি, সেই রিপোর্টেরই নিন্দা করেছেন তনুশ্রী। কর্মস্থলে নারীদের যৌন হেনস্তা থেকে সুরক্ষা প্রদানকারী বিশাখা কমিটিরও সমালোচনা করেন এ অভিনেত্রী।

২০১৭ সালে প্রযোজক তথা অভিনেতা দিলীপসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ আনেন মালায়লাম ছবির এক অভিনেত্রী। সেই ঘটনার পরেই নারীদের সুরক্ষার জন্য গঠন করা হয় হেমা কমিটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমা কমিটির নিন্দা করে তনুশ্রী বলেন, এ ধরনের রিপোর্ট প্রকাশ করার অর্থ কী? বরং অভিযুক্তকে গ্রেফতার করতে হতো। আরও কঠোর আইন আনা উচিত ছিল। আমি বিশাখা কমিটির কথাও শুনেছিলাম। অনেকগুলো পাতা নিয়ে তৈরি সেই দীর্ঘ রিপোর্ট। কিন্তু শেষ পর্যন্ত কী হলো?

এ আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ টেনে এনে তনুশ্রী বলেন, নানা পাটেকর ও দিলীপের মতো মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। এদের এই বিকারের কোনো সমাধান নেই। নিষ্ঠুর ও ক্ষতিকর মানুষই এ ধরনের কাজ করতে পারে। এ ধরনের সমিতি নিয়ে আমার কিছু যায় আসে না। এ পদ্ধতির ওপর আমার কোনো ভরসাও নেই। তিনি বলেন, এ রিপোর্ট পেশ করে ওরা শুধু সময় নষ্ট করতে পারে। আসল কাজ এরা করে না। নিরাপদ কর্মস্থল পাওয়া নারীদের বা যে কোনো মানুষের মৌলিক অধিকার।

উল্লেখ্য, ২০১৮ সালে নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনু্শ্রী। তাঁর দাবি ছিল, ২০০৮ সালে হর্ন ওকে ছবির সময় তাঁকে যৌন হেনস্তা করেন নানা। এ নিয়ে বলিউডে জলঘোলা কম হয়নি।

এরপর অভিযোগ উঠেছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। তার দাবি চকোলেট ছবির সেটে সবার সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন পরিচালক।

২০০৫ সালে শুটিং হওয়া চকোলেট ছবির একটি দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপরে একটি বড় কোট পরে বসেছিলেন এ অভিনেত্রী। এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক। দাবি করেছিলেন শুটিং সেটে ক্যামেরার বাইরেও তাকে একই পোশাকেই থাকতে হবে!

ঘটনার রেশ টেনে সংবাদমাধ্যমে তনুশ্রী বলেছিলেন, শুটিংয়ের ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের ওপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বললেন একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো। পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি।


আরও খবর
সৌদির সিনেমা হলে ছয় মাসে আয় ১৩শ কোটি

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪