আজঃ মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
শিরোনাম

ছেলের হত্যাকারী জামিনে বেরিয়ে পিতাকে হত্যা

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | ১৩৬০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ হয়ে বন্দর ব্রক্ষপুত্র নদের তীর থেকে জাকির হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় কবির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা থানায় নিহতের স্ত্রীর করা মামলার সূত্র ধরে ছায়া তদন্তকালে র‌্যাব-১১ তাকে কক্সবাজার সুগন্ধা বিচ থেকে আটক করে।

সোমবার আটকের পর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন আটক কবির হোসেন। তিনি ফতুল্লা আকবনগর এলাকার ফুলু খাঁ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০২০ সালে ৫ মে বাদীর ছেলে অন্তুকে (২৬) ডেকে নিয়ে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে মামলার ১ ও ১৬ নং আসামি। ওই মামলায় ১নং আসামি ১ মাস ১৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পান। জামিনে বের হয়ে আসার পর আসামিরা ক্ষিপ্ত হয়ে গত মাসের ১৬ সেপ্টেম্বর বক্তাবলি ফেরিঘাট হতে বাদীর স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে বাদীর স্বামীকে মেরে ফেলার হুমকি দেন।

র‌্যাব আরও জানায়, গত ১৯ অক্টোবর বন্দর বাগপাড়া ব্রিজের ৫০ গজ উত্তরে ব্রহ্মপুত্র নদের কিনারে কচুরিপানার মধ্যে অপহৃত জাকির হোসেনের মৃতদেহ পাওয়া যায়। পা বেঁধে ও গলায় পরনের শার্ট পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি হত্যাকাণ্ডে সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও খবর