
আব্দুল্লাহ আল মামুন,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অরক্ষিত একটি রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। সোমবার (০৭ ডিসেম্বর) সকালে জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নের উদয়নগর গ্রামের বকুলের ছেলে নাসির(২৫)।
স্থানীয়দের বড়াত দিয়ে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, রহনপুর স্টেশনের নিকটে হিরুপাড়া যাদুপুরে এলাকার অরক্ষিত রেলক্রসিংটিতে সকালে ট্রাক্টরটি রেললাইন পার হচ্ছিল। অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেন না দেখে ট্রাক্টর নিয়ে রেল ক্রসিংটি পার হওয়ার সময় রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরের ইঞ্জিন ট্রেনের সামনের বগির সঙ্গে আটকে গেলে ট্রেনের চাকায় দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান নাসির।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, জিআরপিকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘটনার পর রহনপুর ষ্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।