আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত:শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৬৬০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুন,

আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের পাঠানপাড়াস্থ শহীদ ক্যাডেট একাডেমি ও আলহাজ্ব কাইমুদ্দিন মেমোরিয়াল স্কুল মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

সহকারী অধ্যাপক মোঃ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. মোঃ গোলাম রাব্বানী, বিএমএ জেলা শাখার  সভাপতি ডা. দুররুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী সরকারি কৌশলী অ্যাড. আঞ্জুমান আরা, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, পোস্ট মাস্টার (পিআরএল) লক্ষণ চন্দ্র দাস।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুল ইসলাম, আমিনুল হক আবির, মোঃ সাইফুল ইসলাম, সেলিম রেজা, মোঃ সিহাব উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুরু থেকেই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আজকের দর্পণ পত্রিকা। শিক্ষা, কৃষি, ক্রীড়াসহ উন্নয়ন ও অনিয়ম দুর্নীতির নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে দৈনিক এই পত্রিকা। এরই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী এই জনপ্রিয়তা অর্জন সম্ভব হয়েছে।

বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও আজকের দর্পণ বাংলাদেশের সাধারণ মানুষের তথ্য বিনোদন ও শিক্ষামূলক তথ্য চাহিদা পূরণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন।


আরও খবর