
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে বৈরি আবহাওয়া বিরাজ করছে। একই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে গুড়ি গুড়ি ও হালকা বৃষ্টি হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান
জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত
রাখা হয়েছে। ইতোমধ্যে শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, চাঁদপুরের উপকূল অঞ্চলের
উপজেলাগুলোতে নির্বাহী অফিসারদের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় সর্তক থাকতে
নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যানদের বলা হয়েছে জনগণকে সচেতন ও মাইকিং করতেন।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার
শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং
সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরের
উপকূল অঞ্চলের উপজেলাগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে।