
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে টিনের চাল ভেঙে পড়ে খোরশেদ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে খেলা দেখার সময় এঘটনা ঘটে।
নিহত খোরশেদ হোসেন ক্ষেতলাল উপজেলার রামপুরা রানী পুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আব্দুল মজিদের ছেলে মাহমুদুল হাসান (২৫), রাধানগর গ্রামের দুলাল হোসেনের ছেলে খোকন হোসেন (৩৫) ক্ষেতলাল উপজেলার রামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে শামীম হোসেন ( ২০), নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে রিমন (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান,নিজের টিম নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে এসেছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ফুটবল একাডেমীর সংঙ্গে পাঁচবিবি রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয় পাঁচবিবি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে। তার টিমের ম্যাচ দেখতে মাঠে হাজির হন প্রায় অর্ধলাখ মানুষ। দর্শকরা মাঠের আশপাশের ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন। এ সময় মাঠের দক্ষিণ পাশে দর্শকের চাপে একটি ভবনের টিনের টিনের চাল ভেঙে এতে নিচে পড়ে গেলে ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।