
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বেশকিছু ধারালো অস্ত্রসহ ২ কিশোরকে গ্রেপ্তার করেছে। নগরীর ৫ নম্বর ওয়ার্ডস্থ জামাই-বাজার এলাকা থেকে ১৩ মার্চ গভীর রাতে তাদের গ্রেপ্তারে সফলতা পায় পুলিশ।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের জুডিশিয়াল হেফাজতে পাঠিয়েছেন।
ওসি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা কিশোররা হলো-নগরীর মোহাম্মদপুর এলাকার নয়ন মিয়ার ছেলে মুন্না (১৭) ও বন্দর থানাধীন পতাং গ্রামের পলাশ মোল্লার ছেলে রাহাত মোল্লা (১৭)। বস্তাভর্তি দেশীয় ধারালো অস্ত্রের মধ্যে বিভিন্ন সাইজের ধারালো চারটি বগি দা, তিনটি বড় দা, তিনটি রামদা ও একটি ছোরা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মুন্না পার্শ্ববর্তী এলাকা মোহাম্মদপুরের নয়ন মিয়ার ছেলে এবং সমবয়সি রাহাত মোল্লা বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন পতাং গ্রামের পলাশ মোল্লার ছেলে। তারা সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে অস্ত্রগুলো মজুত করেছিল।