আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

বরগুনায় পুলিশের উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ জানুয়ারী ২০২৩ | ৩২০জন দেখেছেন
বরগুনা প্রতিনিধি


Image

বরগুনায় গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরগুনা জেলা বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে ১০ দফা বাস্তবায়নের ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে হাজারো মানুষের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল আসে এবং পরে সমাবেশ করেন তারা।

সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ, তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপন্যের দাম কমানোর দাবি জানানো হয়।

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলম ফারুক মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ্ ফারুক।

এতে জেলার ছয় উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, আমার ভোট আমি দেব। বাংলাদেশের প্রত্যেক ভোটার তার নিজের ভোট নিজে দিতে পারবে এই অধিকার নিশ্চিত করতে হবে।

বরগুনা থানা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন, এই সরকারের অধিনে আর কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। এই সরকারকে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয় তা বিএনপি জানে। রাজপথ কিভাবে দখল করতে হয় তাও আমাদের জানা আছে।

বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক বলেন, সরকারের সাজানো মেশিন ইভিএম থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। কারন দেশে কোন টাকা নাই। দেশকে দেউলিয়া করেছে এই সরকার। দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের ৯০ শতাংশ জনগণ খুনি হাসিনার সরকারকে পছন্দ করে না।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই সরকারই কিন্তু শেষ সরকার নয়। তাই আপনারা বুঝে শুনে কাজ করবেন।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবল আলম ফারুক মোল্লা বলেন, দেশে গনতন্ত্র নাই, থাকলে আমরা সভাসমাবেশ করতে পারতাম। গনতন্ত্র উদ্ধার করে জনগনের অধিকার নিশ্চিত করে আমরা রাজপথ ছাড়াবো। দেশে গনতন্ত্র উদ্ধার করে জনগনের সরকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।

নিউজ ট্যাগ: বরগুনা

আরও খবর