
বরগুনার বেতাগীতে
সাত বছর পর যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। গত ১৭ জানুয়ারি মঙ্গলবার
দিবাগত রাত দশটায় কালিকাবাড়ী প্রত্যন্ত গ্রাম থেকে মোঃ রাহাত মিয়া ওরফে ইবরাহীম
(৪৫) গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে
জানা যায়, CR ৯১০/১৫ ঢাকা আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ধারা এই মামলার ২০১৫ সালে রায়
হয়। দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা।
সাত বছর পলাতক
থাকার পরে ১৭ জানুয়ারি রাত ১০ ঘটিকায় কালিকাবাড় প্রত্যন্ত গ্রাম থেকে গোপন সংবাদের
ভিত্তিতে বেতাগী থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ী
এলাকার মুমিন উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ রাহাত মিয়া ওরফে ইবরাহীম(৪৫) তাকে গ্রেপ্তার
করা হয়েছে।
বেতাগী থানার
অফিসার ইনচার্জ আনোয়ারা হোসেন বলেন, তার বিরুদ্ধে ঢাকার আদালতে তার প্রথম স্ত্রী মামলা
করেছিলেন, মামলার রায় হলে তিনি এতদিন পলাতক ছিলেন গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে
এসআই নজরুল তাকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।