আজঃ সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বরগুনায় পানির নিচে রাস্তা, ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের চলাচল

প্রকাশিত:রবিবার ১৩ আগস্ট ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৩ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

Image

ভারী বর্ষণে তলিয়ে গেছে বিদ্যালয়ে রাস্তা শিক্ষক শিক্ষার্থীরা ঝুঁকি ও চরম ভোগান্তি নিয়ে চলাচল করছেন। বরগুনার তালতলী উপজেলার উত্তর কড়ইবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ দিনের ভারী বৃষ্টিপাতে বিদ্যালয়টি তলিয়ে না গেলেও চারপাশসহ চলাচলের সড়কটি চলিয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে শিশুরা স্কুলে আসা-যাওয়া করছে। এই সড়ক দিয়ে শুধু এই প্রাথমিক বিদ্যালয় নয়, দুটি মাদ্রাসার শিক্ষার্থীরাও চলাচল করে। কিন্তু গত ৩৫ বছরেও এই সড়কে কোনও উন্নয়ন কাজ হয়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে ৬৬ শতাংশ জমির ওপর ১০নং উত্তর কড়ইবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একটি পাকা ভবন থাকলেও সেটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে ক্লাসরুম হিসেবে অস্থায়ীভাবে একটি টিনশেট ঘর করা হয়েছে।

বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৭৫ জন। শিক্ষক আছেন ৪ জন। প্রতি বছর সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে থাকে। কিন্তু বিদ্যালয়টি বিলের মাঝে হওয়ায় সামান্য বৃষ্টি হলেই চলাচলের একমাত্র সড়কটি তলিয়ে যায়।

অভিভাবকদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও কখনো সড়কটি সংস্কার করেনি। এতে শিশুরা বৃষ্টির সময় ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে। আমাদের দাবি, সড়কটি উঁচু করে পাকা করে দেওয়া হোক।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলে, প্রতিদিন দুইটা পোশাক নিয়ে স্কুলে আসি, কারণ কাদা দিয়ে হাঁটতে গেলে মাঝে মধ্যে পড়ে যাই। তখন স্কুলে এসে সেটা পালটাইয়া ফেলি। অনেক সময় স্কুলে আসতেও পারি না। বর্তমানে বৃষ্টির পানিতে সড়কটি পুরো তলিয়ে গেছে।

পঞ্চম শ্রেণীর আরিফ হোসেন বলেন, আমাদের দাবি, সড়কটি উঁচু করে দেওয়া হোক। প্রতিদিন কাদা-পানি প্যান্ট স্কুল ড্রেস নষ্ট হয়ে যায় প্রতিদিন তো ড্রেস ধোলাই করা সম্ভব না। আমার তিন কিলোমিটার হেঁটে স্কুলে আসতে হয়।

উত্তর কড়ইবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা বেগম বলেন, সামান্য বর্ষায় সড়কে হাঁটু সমান পানি জমে থাকে। বর্তমানে ভারী বৃষ্টিতে সড়কটি পুরো তলিয়ে রয়েছে। এতে শিক্ষার্থীদের স্কুলে আসতে খুবই কষ্ট হয়। কেউ পানি-কাদার ভয়ে স্কুলে আসতে চায় না। এমন চলতে থাকলে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।

কড়বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু বলেন, গত অর্থবছরে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার করা হয়নি। আগামী অর্থবছরে পরিষদ থেকে সড়কটি সংস্কার করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, বিদ্যালয়টি নিয়ে কখনোই শিক্ষকরা আমার কাছে আসেনি বা কখনো চিঠিও দেয়নি তারা। খুবই দুঃখজনক আমি বিদ্যালয়টি পরিদর্শন করে যা কিছু দরকার সব ব্যবস্থা করে দেব।


আরও খবর



হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ৯

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের তেলেঙ্গানা প্রদেশের হায়দ্রাবাদে আজ সোমবার এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত নয়জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয় নিচতলায়। সেখানে কয়েক ড্রাম কেমিক্যাল রাখা ছিল। এরপর আগুন বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

দেশটির আগুন নির্বাপক দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় তলায় ভাড়াটে হিসেবে থাকতেন। তবে তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বাসিন্দারা তেমন আহত হননি। 

আরও পড়ুন>> ইরানের দুই ঘাঁটিতে বিমান হামলা, নিহত ৬

ওই ভবনের মালিকের পরিচয় পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রামেশ নামে ওই ব্যক্তি ঘটনার পর থেকে পালিয়ে আছেন। নিচতলাকে তিনি তেলের ড্রাম ও ক্যানের গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন।

এনডিটিভি বলছে, উদ্ধার অভিযানের সময় ভবনে আটকে পড়া এক নারী ও শিশুকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে করা বার্তাসংস্থা এএনআইয়ের এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি মই ব্যবহার করে প্রথম তলা থেকে ওই নারী ও শিশুকে জানালা দিয়ে বের করে আনছেন। এ ছাড়া ভবনের আগুন নেভাতে জলকামান ব্যবহার করছেন দমকলকর্মীরা।


আরও খবর



বিয়ের পিঁড়িতে বসছেন অবন্তী সিঁথি

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথি। গণমাধ্যমকে বিয়ের খবরটি জানিয়েছেন তিনি নিজেই। তার হবু বরের নাম অমিত দে। তিনি লন্ডনপ্রবাসী, অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত আছেন।

গণমাধ্যমকে অবন্তী সিঁথি বলেন, অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে।

তিনি আরো বলেন, বছরখানেক আগে গায়ক ও যন্ত্রশিল্পী মিথুন চাক্রার উদ্যোগে একটি গান করার পরিকল্পনা হয় আমাদের। ওই গানে কণ্ঠ দেয়ার কথা ছিল আমার ও অমিতের। ওই প্রকল্প সূত্রে পরিচয় হয় আমাদের। এরপর কথাবার্তা হয়। 

আরও পড়ুন>> মাঝরাস্তায় গাড়ি রেখে ঘুম, গ্রেপ্তার হলেন টিফানি হাডিশ

বিয়ের অনুষ্ঠান সম্পর্কে অবন্তী বলেন, বিয়ের পুরো ব্যাপারটি পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে-পূর্ব যাবতীয় আনুষ্ঠানিকতা এরইমধ্যে সম্পন্ন করেছে। ইতিমধ্যে আশীর্বাদ হয়ে গেছে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হবে।

ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি শো সারেগামাপাখ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। তিনি বেড়ে উঠেছেন জামালপুরে। সেখানকার জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান তিনি। গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন ছোটবেলাতেই। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন তিনি।

নিউজ ট্যাগ: অবন্তী সিঁথি

আরও খবর



১৩ বছর কারাগারেই থাকতে হবে এই পপ তারকাকে

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উ। ধর্ষণসহ একাধিক মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয়েছে তার। গত বছরের নভেম্বরে দেওয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করেন ক্রিস উ, গত শুক্রবার সেই আপিল খারিজ করে দিয়েছেন চীনের একটি আদালত।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের জুলাইয়ে চীনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ক্রিসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ২০১৮ সালে ও ২০২০ সালেও একাধিক নারীকে ধর্ষণের প্রমাণ পান আদালত।

এক বিবৃতিতে আদালত জানিয়েছে, নারীদের সম্মতি ছাড়াই মদ্যপ অবস্থায় তাদের সঙ্গে যৌন সম্পর্ক করেছেন তিনি; এটি ধর্ষণ। এর মধ্যে অনেক অপ্রাপ্ত বয়স্ক নারীও রয়েছে।

২০১২ সালের ৮ এপ্রিল কোরীয় ব্যান্ড এক্সোতে যোগ দেন ক্রিস উ। ২০১৪ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। কোরিয়া ছেড়ে ২০১৪ সাল থেকে চীনে থাকছিলেন। তিনি হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন, মডেল হিসেবেও পরিচিতি রয়েছে তার।

প্রসঙ্গত, উ অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।


আরও খবর



সিংহের মতো গর্জে উঠলেন বাজিরাও সিংহাম

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

সিনেমাপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন অজয় দেবগনের ছবি সিংহাম এগেইন-এর জন্য। ইতোমধ্যে এই ছবির অনেক সেলেব্রিটির লুকস প্রকাশ করা হয়েছে। এবার অজয় দেবগনের লুকস সামনে এল। ভক্তদের অপেক্ষার অবসান করে পরিচালক রোহিত শেঠি আজ অজয় দেবগনের ফার্স্ট লুক শেয়ার করেছেন।

রোহিত শেঠি অজয় দেবগনের লুক শেয়ার করে লিখেছেন ‌সিংহ আতঙ্ক তৈরি করে কিন্তু আহত সিংহ ধ্বংস করে। সবার প্রিয় পুলিশ। ফিরছেন বাজিরাও সিংহাম। সিংহাম এগেইন।

অজয় দেবগনের সিংহাম এগেইন-এর ফার্স্ট লুক দেখে অভিভূত ভক্তরা। রোহিত শেঠির পোস্টে উঠেছে মন্তব্যের ঝড়। একজন লিখেছেন, সুপার স্যার। আরেকজন লিখেছেন, আর অপেক্ষা করতে পারছি না।

সিংহাম এগেইন পরিচালনা করেছেন রোহিত শেঠি। এটি সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র। অজয় দেবগনকে বাজিরাও সিংহামের চরিত্রে দেখা যাবে। অজয়ের এই চরিত্রটি প্রতিবারই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। সিংহাম এগেইন কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাই দেখার বিষয়।

অজয় দেবগন ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে করিনা কাপুরকে। সম্প্রতি করিনার লুক শেয়ার করেন অজয়। ছবিটি শেয়ার করে অজয় লিখেছেন- প্রচণ্ড, শক্তিশালী আরও বাড়বে সিংহামের শক্তি। অবনি সিংহাম। ছবিতে হাতে বন্দুক নিয়ে করিনাকে দেখা গিয়েছে এবং তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফকে।

সিংহাম এগেইন- ২০২৪ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ওই দিন আল্লু অর্জুনের পুষ্পা ২ রিলিজ করবে। দুটি চলচ্চিত্রই যে একে অপরকে জোর টক্কর দেবে তা বলার অপেক্ষা রাখে না।


আরও খবর



শ্রীলঙ্কার কোচ হচ্ছেন ডোনাল্ড!

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের পর চলতি মাসেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। তবে দায়িত্ব ছাড়ার আগেই টাইমড আউট কাণ্ডে সাকিব আল হাসানের সমালোচনা করে বিপাকে পড়েছেন এই প্রোটিয়া কিংবদন্তি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে দলের সঙ্গে থেকেও দূরে দূরে ছিলেন ডোনাল্ড। চুক্তি এখনো বলবৎ থাকার পরও, অনুশীলনে পেসাররা কোনো সাহায্যই পাননি তার।

গুঞ্জন আছে, বিশ্বকাপ শেষে টাইগারদের কোচিং প্যানেল ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড। এজন্য লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে ইতোমধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি পেস বোলার।

এদিকে টাইমড আউট ইস্যুকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত পুরো ক্রিকেট বিশ্ব। অনেকেই সাকিবের পাশে আছেন, কেউ-বা বিপক্ষে অবস্থান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দলের সতীর্থদের পাশেই পেয়েছেন টাইগার কাপ্তান।

তবে স্রোতের বিপরীতে ছিলেন একজন, অ্যালান ডোনাল্ড। সাকিবের সিদ্ধান্তের সমালোচনা করে এসেছেন শিরোনামে। চুক্তি শেষ হতে বাকি অল্প কিছুদিন, তারপরও তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বোর্ড। বিসিবির অধীনে থেকেও কিভাবে তিনি এমন বক্তব্য দিলেন, তা জানতে চায় বোর্ড।

ডোনাল্ডের যে দলের সঙ্গে মানসিকতা মিলছে না, মাঠের সবার সঙ্গে তার দূরত্বটা স্পষ্ট। মাঠে দল অনুশীলনে ব্যস্ত কিন্তু ডোনাল্ড একাকী হেঁটে বেড়ালেন মাঠ জুড়ে। দলের কোনো কিছুতেই যেন তার কোনো আগ্রহ নেই।

নেট সেশন শুরু হতেই তানজিম সাকিব ও শরিফুল ইসলাম বোলিং করলেও পুরোটা সময় নিরব দর্শকের ভূমিকায় ছিলেন ডোনাল্ড। সাকিব প্রতিটা বল করেই এসে টিপস নিচ্ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। কিন্তু ডোনাল্ড টুঁ শব্দটি করেননি।

কিন্তু বিশ্বকাপের প্রথমদিকে ঠিক অন্য এক ডোনাল্ডকে দেখা গিয়েছিল। পেসারদের নিয়ে সবসময় কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু অনুশীলনের প্রায় পুরোটা সময় পেস বোলারদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার।

চুক্তির মেয়াদ শেষ না হলেও, হয়তো টাইগার ড্রেসিংরুমে আর মন টিকছে না তার। টিকবেও বা কিভাবে, এরই মধ্যে যে নতুন চাকরির প্রস্তাবও পেয়েছেন সাদা বিদ্যুত খ্যাত এই সাবেক পেসার।

গুঞ্জন আছে, বিসিবির সঙ্গে চুক্তি শেষে ডোনাল্ড দায়িত্ব নিচ্ছেন শ্রীলঙ্কা দলের পেস ডিপার্টমেন্টের। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে দুইয়ে দুইয়ে চার মেলানো সহজই বলা যায়।


আরও খবর