
কোস্টগার্ডের বিশেষ অভিযানে বরগুনার পাথরঘাটায় মাদকসহ কবির খাঁ নামে এক যুবক আটক হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আটক কবির খাঁ পাথরঘাটার আগাপদ্মা এলাকার মৃত হাসেম খাঁ'র ছেলে।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কেএম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কেএম শাফিউল কিঞ্জল বলেন, মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের বিশেষ অভিযানে শনিবার বিকালে পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খেয়াঘাট এলাকা থেকে কবির খাঁ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।