আজঃ শনিবার ০৩ জুন ২০২৩
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত:সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
মোঃ রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া

Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে অলি মিয়া (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি ) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সাবেক ইউপি সদস্য অলি মিয়া ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে অলি মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যা ৬টার দিকে গ্রামের একজনের জানাজা শেষে বাড়ি ফেরার পর ইকবাল ও তার লোকজন অলিকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কোপায় ও টেঁটাবিদ্ধ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অলি মেম্বারের ছেলে সিয়াম বলেন, সবুজ, ইশা, ইকবাল, হাবিব, নওমুদ্দিন, জাহাঙ্গীর, বাবুলসহ অনেকে আমাদের বাড়িতে এসে আব্বাকে কুপিয়ে হত্যা করেছে। প্রথমে নওমুদ্দিন আব্বার পেটে কোপ মারছে, পরে সবুজে আইসা মুখে টেঁটা দিয়া গাই মারছে। আমি এতিম হয়ে গেছি। আমার বাপের হত্যার বিচার চাই।

নিহতের ছোট বোন কল্পনা বেগম বলেন, সন্ত্রাসী ইকবালসহ ১০-১৫ জনের একটি দল আমাদের বাড়িতে এসে বাড়ি ঘেরাও করে আমার ভাইকে ধরে পাশের জমিতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ভাইকে হাসপাতাল নিলে ডাক্তার বলে আমার ভাই মারা গেছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।


আরও খবর