
টিম বার্টনের নেটফ্লিক্স সিরিজ ‘ওয়েডনেসডে’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন অভিনেত্রী জেনা ওর্তেগা। সিরিজটি গত বছর মুক্তির পর থেকেই হলিউডের সবচেয়ে প্রত্যাশিত তারকাদের তালিকায় নাম রয়েছে এই অভিনেত্রীর। অল্প বয়সেই সিরিজটি দিয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী। আবারও টিম বার্টনের সঙ্গে তার পরবর্তী প্রজেক্টে যুক্ত হয়েছেন ওর্তেগা। ওয়ার্নার ব্রাদার্স-এর ‘বিটলজুস ২’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
হলিউড নিউজ ডেডলাইন সূত্র জানিয়েছে, আগামী মে মাসের শেষের দিকে বা জুনের শুরুর দিকে বার্টনের পরিচালনায় ‘বিটলজুস ২’-এর শুটিং শুরু হবে। যেখানে ওর্তেগা লিডিয়া ডিটজের মেয়ের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটিতে উইনোনা রাইডার থাকবেন প্রধান চরিত্রে। ‘বিটলজুস’ সিনেমাটি ১৯৮৯ সালে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মেকআপ অস্কার অর্জন করেছিল। যেটির বাজেট ছিল মাত্র ১৫ মিলিয়ন এবং সিনেমাটি আয় করছিল ৮০ মিলিয়ন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, অ্যালেক বাল্ডউইন, গিনা ডেভিস, জেফরি জোন্স, ক্যাথরিন ও’হারাসহ অনেকেই।
এই সিনেমাটির সিক্যুয়েলে যুক্ত হতে পেরে আনন্দিত ওর্তেগা। সম্প্রতি ওর্তেগা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ‘ওয়েডনেসডে’ চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নির্মাতাদের বিরুদ্ধেও গিয়েছিলেন তিনি।
আর্মচেয়ার এক্সপার্টের একটি সাম্প্রতিক পডকাস্টে হাজির হয়েছিলেন জেনা ওর্তেগা। সেখানে অভিনেত্রী বলেছেন, ‘ওয়েডনেসডে’র মূল স্ক্রিপ্টগুলো তার চরিত্রের দৃষ্টিকোণ থেকে খুব বেশি অর্থবহ ছিল না। এই কারণেই তিনি সিরিজের লেখকদের সঙ্গে পরামর্শ না করেই বেশ কয়েকবার সংলাপ পরিবর্তন করেছিলেন। ওর্তেগা সেই সময়ের কথা স্মরণ করে বলেছেন, এই সিরিজটির চিত্রগ্রহণের সময় তাকে অনেকবার নিজে থেকে হস্তক্ষেপ করতে হয়েছিল যা আসলে পেশাদারিত্বের পরিচয় দেয় না। তবে টিম বার্টনের সঙ্গে আবারও কাজের সুযোগ সেই জায়গাগুলো নিয়ে তাকে পরিবর্তনের সুযোগ দেবে।
২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পায় কমেডি-হরর সিরিজ ‘ওয়েডনেসডে’। জেনা ওর্তেগার অসাধারন অভিনয়ে ‘ওয়েডনেসডে’ দারুণ দর্শকপ্রিয়তা পায়। নেটফ্লিক্স সিরিজটি আকাশচুম্বী রেটিং পেয়েছে দর্শকদের কাছ থেকে। নেটফ্লিক্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক দেখা ইংরেজি ভাষার টিভি সিরিজে পরিণত হয়েছে এটি। সিরিজটির দুর্দান্ত সাফল্যে এটির দ্বিতীয় সিজন আনার ঘোষণা দিয়েছেন নির্মাতারা।