দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন
পরিষদ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে শিশু-কিশোররা চিত্রাঙ্কন,
কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমে হাজার হাজার শিশুর মহাসমাবেশ
অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর ) বিকালে দেশরত্ন
শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন পরিষদ, চট্টগ্রাম এর সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের
চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়।
এ আয়োজনে নগরের ৯০টি স্কুলের মোট ৩ হাজার
শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়। এসময় শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে
জম্মদিনের শুভেচ্ছা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের
ভিসি অধ্যাপক ড. অনুপম সেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রসেফর
ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম
চৌধুরী, ড. জীনবেধি ভিক্ষু, অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অতিরিক্ত বিভাগী কমিশনার মুহাম্মদ
আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী
কর্মকর্তা মো: দিদারুল আলম, রাশেদ রউফ, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, কাউন্সিলর
হাসান মাহমুদ হাসনী, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, বীর
মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, দিলোয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, এইচ এম
আলী আবরাহা, বোরহান উদ্দিন মোঃ এমরান, আব্দুল আলীম, ফারহান আফরিন জিনিয়া, সুরাইয়া বেগমসহ
বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম
বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে গণতন্ত্র ও উন্নয়নের এক নতুন যাত্রা
শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে
জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন। এজন্য তিনি স্মার্ট
বাংলাদেশ ঘোষণা করেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধির কাঙ্কিত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চলমান ধারা
অব্যাহত রেখে নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষিত রূপকল্পের বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি
আশাবাদ করেন
ড. অনুপম সেন বলেন, শিশু কিশোর মেলার সবাইকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা নবীন প্রজম্ম। তোমরা এখানে এসেছ মাননীয় প্রধানমন্ত্রীর
জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতো
হবে। অনেক কিছুর বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর
স্মার্ট বাংলাদেশ গঠনে তোমরাই আগামী দিনের কারিগর। তোমরাই একদিন এ দেশের পরিচালনা করবে।
এ মানবিক মানুষ হবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭
তম জন্মদিন উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী
সমন্বয় পরিষদের উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে
সমিতির সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এ.এস.এম. বজলুর রশিদের সভাপতিত্বে
এবং সমিতির সহ সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ
ইমরানের সঞ্চালনায় গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন
বর্নাঢ্য সাজে গান ও সংগীতের মূর্ছনায় এবং জয় বাংলা ধ্বনিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত
হয়। উক্ত অনুষ্ঠানে স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ ও সমিতির সাবেক সভাপতি যথাক্রমে মো.
মুজিুবল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাবেক
সাধারণ সম্পাদক যথাক্রমে মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান,
এ.এইচ.এম. জিয়াউদ্দিন, সাবেক মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী, সাবেক
সহসাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ নাজমুল হক, সাবেক সহসভাপতি এম এ নাসের চৌধুরী, সাইবার
ট্রাইব্যুনাল পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী, চন্দন বিশ্বাস প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের
সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি আবদুল হক, অর্থ সম্পাদক মোশারফ
হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, নির্বাহী সদস্য রানা মিত্র, জামশেদ
আলম, ইসরাত জাহান মুকুল, সাজেদা বেগম সাজুসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- জননেত্রী শেখ হাসিনা আমাদের
বাংলাদেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে
উন্নয়নশীল দেশ হিসেবে আমার পরিচিতি লাভ করেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য
গতিতে এগিয়ে চলছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অনেক অপশক্তি ষড়যন্ত্র করছে। এই
ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ
নেতারা সকলের প্রতি উদাত্তকন্ঠে আহবান জানান। বক্তব্য শেষে জন্মদিনের কেক কেটে জননেত্রী
শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।