আজঃ মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
শিরোনাম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

প্রকাশিত:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | ৩৫৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

টঙ্গীর তুরাগ নদের পারে ধর্মীয় উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ, দেশি-বিদেশি মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ রবিবার অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে সকাল ১১টা থেকে জোহরের নামাজের আগে যেকোনো সময় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমদ মোনাজাত পরিচালনা করবেন।

গতকাল ফজরের পর তাবলিগের ছয় উসুলের (মৌলিক বিষয়) ওপর মাওলানা খুরশিদুল হক রায়বেন্ডের হেদায়েতি বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। জোহরের নামাজের পর মাওলানা ওমর ফারুক, আসরের নামাজের পর মাওলানা জোহায়রুল হাসান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করেন। তাঁদের উর্দু ভাষার বয়ান তাৎক্ষণিক বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় অনুবাদ করা হয়। বিভিন্ন ভাষাভাষী মুসল্লি আলাদাভাবে বসেন এবং তাঁদের মধ্যে একজন মুরব্বি মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান।


আরও খবর
রোজা শুরু কবে, জানা যাবে কাল

মঙ্গলবার ২১ মার্চ ২০২৩