আজঃ শনিবার ০৩ জুন ২০২৩
শিরোনাম

বিপৎসীমার ওপরে ধরলা নদীর পানি

প্রকাশিত:শুক্রবার ০১ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০১ জুলাই ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

কুড়িগ্রামে অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে এখনও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২য় দফা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

স্থানীয় পাউবো শুক্রবার সকালে জানায়, ধরলা নদীর সেতু পয়েন্টে পানি সামান্য কমে বিপৎসীমার ৮ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদনদীর অববাহিকার নিম্নাঞ্চলসমূহে এখন পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়াও তিস্তা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদে পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ অবস্থায় ২য় দফা বন্যায় জেলার নাগেশ্বরী, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার অন্তত ৫০টি চর ও দ্বীপচরের নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। নতুন করে ফসলী জমি তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছে। পানি বেড়ে যাতায়াতের রাস্তা ডুবে যাওয়ায় ভোগান্তি বেড়েছে চরবাসীর।


আরও খবর