আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

বগুড়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ১৬৫জন দেখেছেন
বগুড়া প্রতিনিধি


Image

বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে মো. তাহেরুল ইসলাম (৪০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত তাহেরুল ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। 

সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, নিহত তাহেরুল ইসলামের সাথে প্রতিবেশি চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন যাতব বাড়ির জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে এই নিয়ে তার সাথে চাচা ও চাচাতো ভাইদের সাথে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে ১০ থেকে ১৫ জন মিলে শক্ত লোহার রড ও বাশের লাঠি দিয়ে মারপিট করে। এতে তার মাথায় উপর্যপুরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, প্রতিবেশি চাচা ও চাচাতো ভাইসহ হামলায় জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে।


আরও খবর
তিন চাকার যান নিয়ে অসহায় পুলিশ

বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩